Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Prime minister of Israel Benjamin Netanyahu) পার্লামেন্ট অফিসে মিসাইল হামলা ইরানের (Israel-Iran Conflict)।
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, সম্প্রতি অর্থাৎ ১৪ জুন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম The Sun-এর ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ভিডিয়োটি দুবাই মেরিনা নামের একটি ৬৭ ফ্লোর-বিশিষ্ট বহুতলে অগ্নিকাণ্ডের বলে সেখানে উল্লেখ করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম, Times Now, ET Now, NDTV-তেও একই ভিডিয়ো দেখতে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় যে, ৬৭ তলে বিশিষ্ট বহুতলটিতে প্রচুর মানুষের বসবাস ছিল। আগুন লাগলে প্রায় ৪ হাজার মানুষকে নিরাপদে বের করে আনা হয়েছিল। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
অতএব এখন স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে চলমান ইজরায়েল-ইরান সংঘর্ষের (Israel-Iran Conflict) কোনও যোগ নেই।
Sources
Video by The Sun, dated June 14, 2025
Tanujit Das
June 19, 2025
Tanujit Das
June 18, 2025
Runjay Kumar
May 29, 2025