রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Check২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা ?

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা ?

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি বিজেপি বাংলার ফেসবুক পেজ থেকে পোস্টকার্ড ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে ২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে বাংলা, এই সূচকের(GGI Report)প্রথম স্থানে নাম রয়েছে গুজরাটের, দ্বিতীয়তে রয়েছে উত্তর প্রদেশ, তিন নম্বর স্থানে আছে গোয়া এবং সব শেষ রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের নামের সাথে সূচকের সংখ্যাও রয়েছে যেমন গুজরাটের সূচক সংখ্যা ১২.৩%, গোয়ার ২৪.৭%, উত্তর প্রদেশের ৮.৯%, এবং বঙ্গের ৬.৬% . যদিও এই পোস্টে কোথাও উল্লেখ করা নেই এই তথ্যের আসল উৎস।

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা image 1
Courtesy: Facebook / BJP West Bengal

এই ধরণের আরো একটি পোস্ট The thoughtful বাঙালি নামের ফেসবুক পেজ থেকেও ছড়িয়েছে।

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা  image 2
Courtesy: Facebook / thethoughtfulbengali

আরামবাগ TVও এই সুশাসন সূচকের (Good Governance Index Report) নিয়ে একটি ভিডিওতে দাবি করেছে মুখ্যমন্ত্রী যেমন বলেছেন বাংলাকে তিনি কখনোই গুজরাট হতে দেবেন না, ঠিক কথা রেখেছেন। আজ কেন্দ্রীয় সরকারের ২০২১ সালের Good Governance Index এ সব থেকে শীর্ষে রয়েছে গুজরাটের নাম আর সব থেকে নিচে রয়েছে বাংলা।

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা image 3
Courtesy: Facebook / Modipara

Fact check / Verification

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলার নাম এই দাবিতে ছড়ানো পোস্টকার্ডে প্রথম তিন রাজ্যের স্থানে রয়েছে বিজেপি শাসিত রাজ্য এবং সব থেকে নিম্নে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। সত্যিই কি সুশাসন সূচকের তালিকায় সব থেকে উপরে রয়েছে গুজরাট ১২.৩ % সূচক নিয়ে এবং বাংলার সূচক ৬.৬% জানার জন্য আমরা প্রথমে ২০২১ সালের Good Governance Index Report টি খুঁজে বের করি। এই রিপোর্টে কোথাও গুজরাট, গোয়া, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের সুশাসন সূচকের কোথাও কোনো সংখ্যার দেওয়া নেই। এখানে আমরা কৃষি, মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্যের গ্রাফ দিলাম। এখানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রের সূচক সংখ্যা ভিন্ন।

#1 কৃষি ক্ষেত্রে কিছু রাজ্যের সূচকের গ্রাফ এখানে দেওয়া হলো

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা image 4
Courtesy: GGI 2021
২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা image 5
Courtesy: GGI 2021

#শিল্প ও আর্থিক পরিকাঠামো গত দিক থেকে সূচকের গ্রাফ

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা image 6
Courtesy: GGI 2021
২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা image 6
Courtesy: GGI 2021

#3 মানব সম্পদ উন্নয়নের সূচক

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা image 7
Courtesy: GGI 2021
২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা image 8
Courtesy: GGI 2021

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলার নাম এই দাবিটি বিভ্রান্তিকর

এছাড়াও আমরা PIB র ২৫শে ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত ২০২১ সালের সুশাসন সূচকের (Good Governance Index Report) একটি রিপোর্ট পাই। এখানে সব কয়টি ক্ষেত্রের যেমন কৃষি, সামাজিক নিয়ে, উন্নয়ন, জনস্বাস্থ্য বিষয়গুলোর মধ্যে সব থেকে এগিয়ে আছে গুজরাট, কিন্তু বাংলা সবার শেষে রয়েছে এই ধরণের কোনো উল্লেখ এখানে করা নেই।

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা image 9
Courtesy: PIB

Conclusion

আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে বিজেপি বাংলার ফেসবুক থেকে পোস্ট করা সুশাসন সূচক নিয়ে পোস্টকার্ড যেখানে বলা হয়েছে ২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলার নাম, এই দাবিটি বিভ্রান্তিকর।

Result: Misleading

Our sources

PIB – https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785140

GGI Report 2021


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular