রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkজ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার নামে ভাইরাল বছর দুয়েক আগের ভিডিও 

জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার নামে ভাইরাল বছর দুয়েক আগের ভিডিও 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি ফেসবুকে একটি শিবলিঙ্গের ভিডিও ভাইরাল হয়েছে যার সাথে দাবি করে বলা হয়েছে ‘ ‘জ্ঞানব্যাপী মসজিদের ভিতর কুয়ো থেকে পাওয়া ১২ ফুট লম্বা, ৪ ফুট চওড়া, শিবলিঙ্গ’ .উত্তরপ্রদেশের বারাণসীতে বিশ্বনাথের মন্দিরের সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ থেকে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে হিন্দুত্ববাদী পক্ষ। জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে এই খবরের আবহে  যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে জলের মধ্যে প্রায় ডুবে থাকা একটি শিবলিঙ্গ। লিঙ্গের গায়ে তিনটি তিলক টানা এবং ফুল রয়েছে। 

এখানে ফেসবুকে ভাইরাল ভিডিওটির কিছু পোস্ট দেওয়া হলো – 

জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার image 1
Courtesy: Facebook / basudev.mondol.92
জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার image 2
Courtesy: Facebook / SubrataSardarKultaliBJP
জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার image 3
Courtesy: Facebook / subal.dutta2

জ্ঞানবাপী মসজিদের পশ্চিম দেওয়ালে হিন্দু  মন্দিরের অস্তিত্ব পাওয়ার পর থেকে সেখানে কেন্দ্রীয় সেনাবাহিনী, উত্তরপ্রদেশ পুলিশ মোতায়েন করেছে যোগী সরকার। সংবাদমাধ্যমে হিন্দুত্ববাদী পক্ষের দাবি করা শিবলিঙ্গের ছবিও ভাইরাল হয়েছে, যদিও আদালত থেকে এখনো কোনো সিলমোহর দেয়নি এই দাবির উপর। মসজিদে যেখানে ওযু করা হয় সেখানে একটি কুয়োর মধ্যে রয়েছে শিবলিঙ্গ এমনেই দাবি করেছেন হিন্দুপক্ষের আইন জিবি হরিশঙ্কর জৈন। এখানে জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়াতে যে শিবলিঙ্গের ভিডিও ভাইরাল হয়েছে এবং IndiaToday দ্বারা সম্প্রচারিত ‘শিবলিঙ্গের’ ছবির মধ্যে কোনো সাদৃশ্য নেই। রিপোর্ট অনুসারে যে শিবলিঙ্গটি পাওয়া গিয়েছে তা ১২ফুট লম্বা ও ৮ ইঞ্চি চওড়া। 

Fact check / Verification 

জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার আবহে শিবলিঙ্গের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করার জন্য আমরা ভিডিওটিকে InVid টুলের দ্বারা কিফ্রেমে ভাগ করে নিয়ে অনুসন্ধান শুরু করি। রিভার্স ইমেজ করার পর আমরা শেয়ারচ্যাটের দুটি লিংক পাই যেখানে এই ভিডিওটি রয়েছে এবং তা এক বছর পুরোনো। 

জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার image 4

Raju kataraPrince Kumar নামের দুজন শেয়ারচ্যাট ব্যবহারকারী তাদের প্রোফাইলে এই ভিডিওটি এক বছর আগেই আপলোড করেছিলেন। অর্থাৎ জলে ডুবে থাকে এই শিবলিঙ্গের ভিডিওটির সাথে বারাণসীর জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার কোনো যোগ নেই। 

জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার image 5
Screenshot of a post shared by Sharechat user Raju Katara

জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার নামে ভাইরাল পুরোনো ভিডিও 

জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার উৎস সম্পর্কে গভীর অনুসন্ধান করার জন্য আমার Yandex এ ভিডিওটিকে খোঁজার পর কিছু ইউটুউবের লিংক পাই যার মধ্যে ২০২০ সালের দুটি লিংক রয়েছে। 

জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার image 6
Yandex search results

ইউটুউবে ৩০শে জুলাই ২০২০ সালে Kishan’s Talk নামের চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। অন্য একটি চ্যানেল Music World থেকে ২৮শে জানুয়াই ২০২১ সালে এই ভিডিওটিকে আপলোড করে। 

জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার image 7
Screenshot of a video published by a channel called Kishan’s Talk

Conclusion 

আমাদের অনুসন্ধানে দ্বারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে যে উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদের কুয়ো থেকে শিবলিঙ্গ পাওয়ার নামে ফেসবুকে যে ভিডিওটি ছড়িয়েছে তা পুরোনো।  ভিডিওটি ইন্টারনেটে ২০২০ সাল থেকেই রয়েছে, জ্ঞানবাপীর সাথে এই ভিডিওটির সম্পর্ক নেই। যদিও আমরা এই ভিডিওটি কোন জায়গার শিবলিঙ্গের এবং কবে ভিডিওটি নেওয়া হয়েছে তা এখনো যাচাই করতে পারিনি।

Result: False Context/False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular