ভারতমায়ের বীর সন্তান নেতাজিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ফেসবুক ও টুইটার জুড়ে দাবি করা হয়েছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কভিন্দ নেতাজির জন্মদিনের দিন নেতাজির ভুল ছবিতে মাল্যদান করেছেন। বিতর্কিত এই ছবিকে নিয়ে অনেক ভেরিফায়েড টুইটার প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে, ফেসবুকেও এই ছবিকে তর্ক শুরু হয়েছে।

Fact check / Verification
রাষ্ট্রপতি রামনাথ কভিন্দ নেতাজির ভুল ছবিতে মালা দেননি, সোশ্যাল মিডিয়াতে ছড়ালো নেতাজির ছবিতে রাষ্ট্রপতির মাল্যদান নিয়ে বিভ্রান্তিকর দাবি। ২৩শে জানুয়ায়ী নেতাজির জন্মদিনের দিন রাষ্ট্রপতি যে ছবিতে মালা পড়িয়েছেন ও স্যালুট জানিয়েছেন তা আসলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি যাকে অনেকেই সৃজিত মুখার্জীর সিনেমা গুমনামীর মুখ্য চরিত্র ও বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর বলে দাবি করেছে।
এই হলো নেতাজির আসল চিত্র অনুকরণ করে নেতাজির ছবি আঁকা হয়েছে –

এই হলো বাংলা সিনেমা গুমনামীতে নেতাজির ভূমিকায় প্রসেনজিৎ-

বাংলা সংবাদপত্র এই সময় থেকে আমরা একটি রিপোর্ট পাই নেতাজির ছবি বিতর্ক নিয়ে। গুমনামী ছবির পরিচালক সৃজিত মুখার্জী টুইট কর বলেছেন সাদাকালো নেতাজির ছবি দেখেই রাষ্ট্রপতি ভবনে নেতাজির ছবি এঁকেছেন পরেশ মাইতি এবং এই ছবির সাথে সিনেমার নেতাজি ওরফে প্রসেনজিতের কোনো সাদৃশ্য থাকলে তার জন্য সম্পূর্ণ কৃত্বিত পাবে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু।
অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীও এই ছবি বিভ্রাটকে নিয়ে টুইট করে জানিয়েছেন আমাদের দেশের বীর সেনানায়ক নেতাজিকে স্মরণ করে এই অভূতপূর্ব ছবিটি তৈরী করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই শিল্পী পরেশ মাইতিকে। এবং এর সাথে সাথে আমি নিজেও গর্বিত যে জনসাধারণ এই ছবিটির সাথে সিনেমার নেতাজির মিল খুঁজে পেয়েছেন।
Conclusion
২৩শে জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কভিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে ওনার জন্মদিনের দিন শ্রদ্ধা জানানোর পর থেকে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক শুরু হয়েছে যে তিনি গুমনামী নামের সিনেমায় নেতাজির ভূমিকায় অভিনয় করা প্রসেনজিতের ছবিতে শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতি নেতাজির আসল ছবিতেই মালা পরিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
Result – False claim
Our source –
Actual image of Netaji Subhas Chandra Bose
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।