Claim
গো-মাংস বিক্রি করার অভিযোগে, রমজান মাসে, গুজরাটের মুসলিমদের ঘর-বাড়ি ভেঙে ফেলছে প্রশাসন।

Fact
ভাইরাল ভিডিয়োর রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ১৮ জানুয়ারি, BBC News Gujarati-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, গুজরাটের দ্বারকায় প্রায় ৩৫০টি অবৈধ নির্মাণ ভেঙে ফেলেছিল প্রশাসন। ঘর-বাড়ি ভেঙে ফেলায় গৃহহীন হয়েছিলেন বহু মানুষ।
১৯ জানুয়ারি এই অবৈধ নির্মাণ ভাঙা সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল BBC News Gujarati ওয়েবসাইট।
এই বেআইনি নির্মাণ উচ্ছেদ সংক্রান্ত বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এ দেশের বিভিন্ন সংবাদমাধ্য়মেও। যা দেখা যাবে এখানে ও এখানে।
উক্ত প্রতিবেদনগুলোর কোথাও উল্লেখ করা হয়নি যে, গো-মাংস বিক্রির অপরাধে মুসলিমদের ঘর-বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। সব জায়গাতেই স্পষ্ট বলা হয়েছে যে, বেআইনি ভাবে নির্মাণের অভিযোগে ঘর-বাড়িগুলো ভেঙেছিল গুজরাট প্রশাসন। সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর।
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z