Claim
ফেসবুকে অভিষেক ব্যানার্জী সাপোর্টার্স নামের একটি পেজ থেকে সম্প্রতি একটি মালবাহী ট্রেনের ছবি পোস্ট করেছে যেখানে মালবাহী ট্রেনটির গায়ে Adani কথাটি লেখা দেখা যাচ্ছে। এর সাথে লেখা হয়েছে ভারতীয় রেলের দিন শেষ? ব্যারাকপুরের স্টেশনে গায়ে আদানি ছাপ মারা ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখে দাবি করা হয়েছে মোদির জমানায় ভারতের ঐতিহ্যবাহী রেলের দিন শেষ হয়ে গেছে।
Fact check/ Verification
বহু দিন ধরে বা বলা চলে বেশ কিছু বছর ধরে এই সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে যে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহ্যবাহী ভারতীয় রেলকে আদানি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে এবং এর সাথে পোস্ট করা হচ্ছে বিভিন্ন ছবি যেখানে কোথাও দেখা যাচ্ছে ট্রেনের গায়ে Adani কথাটি লেখা কোথাও বা আদানি গোষ্ঠীর Fortune ভোজ্য তেলের বিজ্ঞাপন সাঁটা।
এই ধরণের ছবি পোস্ট করে বলা হয়েছে বিজেপি সরকার ভারতের সমস্ত সম্পত্তি গুজরাতিদের কাছে বিক্রি করেছে। এখন ভারতের রেলকেও বিক্রি করেছে। ২০২০ সালের ও ২০২১ সালে আমরা এই ধরণের ভাইরাল কিছু দাবির সত্যতা উদ্ঘাটন করি।
আমাদের অনুসদ্ধানে জানতে পারি এই ট্রেন গুলো ভারতীয় রেল না বরং আদানি গোষ্ঠীর নিজস্ব মালবাহী ট্রেন। যা এক স্থান থেকে অন্য জায়গায় বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পৌঁছে দেওয়ার কাজ করে। বর্তমানে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ভালো করে দেখলে দেখা যাবে ট্রেনের গায়ে Adani ports and Logistics কথাটি লেখা রয়েছে। ২০০৭ সালের অগাস্ট মাস থেকে আদানি গোষ্ঠী তাদের এই পণ্যবাহী ট্রেনের যাত্রা শুরু করেছিল। মূলত শস্য, অটো-মোবাইলস পার্টস, রিটেলের জিনিস সরবরাহ হয়।
Result:
Fabricated content / False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।