Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
কলকাতা থেকে শিলচরগামী ইন্ডিগোর বিমানে, হুসাইন আহমেদ নামে এক প্রতিবন্ধী মুসলিম যুবককে চড় মারার অভিযোগ উঠল পীযূষ কর্মকার নামে এক হিন্দু ব্যক্তির বিরুদ্ধে (Indigo Slap Incident)।

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ৩ অগাস্ট, ২০২৫ তারিখে, একই ধরনের একটি ছবি-সহ প্রতিবেদন প্রকাশ করেছিল Live Mint ওয়েবসাইটটি। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগোর 6E-2387 বিমানে, হোসেন আহমেদ মজুমদার নামে এক ব্যক্তি যাত্রা করেন। যিনি আসলে অসমের বাসিন্দা। ওই বিমানের মধ্যে তাঁর প্যানিক অ্যাকাট হয়। সেই সময় হাফিজুল রহমান নামে ব্যক্তির বিরুদ্ধে, তাঁকে চড় মারার অভিযোগ ওঠে (Indigo Slap Incident)। অন্যান্য যাত্রী ও কেবিনক্রুরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টী করে। কিন্তু মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।
২ অগাস্ট, ২০২৫ তারিখে, India Today-র প্রতিবেদন থেকে জানা যায় যে, ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ইন্ডিগো বিমান সংস্থার তরফে প্রথমে ঘটনার নিন্দা করা করা (Indigo Slap Incident), এরপর অভিযুক্ত যাত্রীকে নিষিদ্ধ ঘোষণা করে ইন্ডিগো কর্তৃপক্ষ।
এরপর, Bidhannagar City Police-এর অফিসিয়াল ফেসবুক পেজের পোস্ট থেকে জানা যায়, যেহেতু চড় মারার ঘটনাটি কলকাতাগামী বিমানে ঘটেছিল (Indigo Slap Incident) এবং কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দর বিধান নগর পুলিশের অন্তর্গত। তাই ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে বিধান নগর পুলিশের অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। Bidhannagar City Police-এর তরফেও জানানো হয় যে, অভিযুক্তের নাম হাফিজুল রহমান এবং নিগৃহীত যাত্রীর নাম হোসেন আহমেদ মজুমদার।
এই বিষয়ে আরও জানার জন্য Newschecker-এর তরফে বিধাননগর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। বিধাননগর থানার অন্তর্গত এয়ারপোর্ট ডিভিশনের ডিসিপি ঐশ্বর্য সাগর জানান যে, দু’জন ব্যক্তিই সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হবে।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভুয়ো। ইন্ডিগো বিমান চড় মারার ঘটনার (Indigo Slap Incident) সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই।
(With Input: Runjay Kumar, Newschecker)
Sources
Report by Live Mint, dated August 3, 2025
Report by Live Mint, dated August 2, 2025Facebook post by Bidhannagar City Police, dated August 2, 2025
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 7, 2025
Tanujit Das
November 3, 2025