রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিভ্রান্তিকর দাবি

ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিভ্রান্তিকর দাবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে কিছু পোস্ট আমাদের সামনে এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন এই ভাবে প্যালেস্টাইন ও ইজরায়েলের যুদ্ধের বিষয়ে হস্তক্ষেপ করলে ইজরায়েল ছেড়ে কথা বলবে না। বেঞ্জামিন আরও বলেছেন যে সব দেশ প্যালেস্টাইনকে সাহায্য করবে তারাও যেন সাবধানে থাকে ইজরায়েলের থেকে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে image 1
https://www.facebook.com/photo?fbid=821848922063836&set=gm.749907268960339
ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে image 2
https://www.facebook.com/photo?fbid=104887488454198&set=gm.172212741390264
ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে image 3
https://www.facebook.com/photo?fbid=1449270715410463&set=gm.815110289399207
ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে image 4
https://www.facebook.com/photo?fbid=1428424254161573&set=a.772715363065802

এই ভাইরাল পোস্টের দাবি অনুসারে বেঞ্জামিন বলেছেন যতক্ষণ প্যালেস্টাইনের হামাস বাহিনী আত্মসমর্পণ না করবে ততক্ষন চলবে এই যুদ্ধ। পোস্টটি সে করে অনেকেই বেঞ্জামিনের সাহসের প্রশংসা করেছে। বলা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর রূপে বেঞ্জামিন নেতানিয়াহু হলেন শ্রেষ্ঠ উদাহরণ।

Fact -check/ Verification


ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ কোনো নতুন বিষয় নয়। গত সোমবার থেকে এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে একটি ধর্মীয় স্থল নিয়ে। BBC বাংলার রিপোর্ট অনুসারে জেরুজালেমের আল-আকসা নামের একটি মসজিদে ঢুকে কিছু ইজরায়েলি পুলিশের আচমকা হামলায় আহত হয়েছে বেশ কিছু প্যালেস্টাইনের মানুষ। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের মধ্যে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর টুইটার প্রোফাইল থেকে এই হটাৎ যুদ্ধকে নিয়ে কিছু বক্তব্যের ভিডিও আমরা পাই। তিনি জানিয়েছেন প্যালেস্টাইনের সন্ত্রাসবাদী সংগঠন হামাসের বিরুদ্ধে তাদের এই অভিযান। কোনো মূল্যেই ইজরায়েল এই যুদ্ধ বন্ধ করবে না কারণ শুরুটা করেছে প্যালেস্টাইন। হামাস বাহিনী একের পর এক রকেট ছুঁড়ে ক্ষতিগ্রস্ত করেছে ইজরায়েলবাসীদের জীবন। অন্য দেশের উপর এই হামলা হলে তারাও যেমন চুপ করে বসে থাকতো না ঠিক তেমনি ইজরায়েলও এই হামলার উত্তর দেওয়া শুরু করেছে। তবে বেঞ্জামিন জানিয়েছেন দুই দেশের এই হামলার কারণে বহু শিশু প্রাণ হারিয়েছে, কিছু নির্দোষ মানুষের মৃত্যুর খবর এসেছে যা সম্পূর্ণ দুঃখজনক।

ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে এই দাবিটি নিয়ে আমরা অনুসন্ধান শুরু করি। বেঞ্জামিন নেতানিয়াহু গাজা ও ইজরায়েলের যুদ্ধের বিষয়ে দখলদারি করার জন্য জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে এমন খবর আমরা পাইনি।

ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে এই দাবিটি বিভ্রান্তিকর

ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে এই ধরণের কোনো সংবাদ না পেলেও আমরা এমন কিছু সংবাদ পাই যেখানে এটি প্রমাণিত হয়েছে যে বিশ্বশান্তি বজায় রাখার তালিকায় থেকে কিছু দেশ থেকে ইজরায়েলকে এই বিপদের দিনে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ২৫টি দেশকে ইজরায়েল ধ্যনবাদ জানিয়েছে এই মুশকিলের সময়ে ইজরায়েলের পাশে থাকার জন্য।

ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে এই দাবিটির সত্যতা উদ্ঘাটন করার সময় আমরা News18বাংলা, যুগান্তরAlJA ZEERA র প্রকাশিত কিছু রিপোর্ট পাই যেখানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন প্যালেস্টাইনের উপর এই হামলার উত্তর দেবে তুরস্ক। এরদোয়ানের মতে জাতিসংঘকে এখনই ইজরায়েল-গাজা যুদ্ধের একটি সঠিক সমাপ্তি করতে হবে এবং ইজরায়েলকে এই ভাবে শিশু ও নিরীহ মানুষ মারার জন্য কঠোর শাস্তি দিতে হবে বিশ্ব দরবারে।

Jugantor News
https://www.aljazeera.com/news/2021/5/12/israel-must-be-taught-a-lesson-erdogan-tells-putin

News18 বাংলার খবর অনুসারে এরদোয়ান একটি অনলাইন ব্রিফিংয়ের সময় জানিয়েছেন পালেনস্টাইনের উপকূলে একের পর এক ইজরায়েলি বিমান হামলায় যা ক্ষতি হয়েছে তাতে বেজায় ক্ষুব্ধ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি দাবি করেছেন জাতিসংঘের নিরাপত্তা কমিটির উচিত এখনই একটি শান্তিপূর্ণ সিদ্ধান্তে আসা।

এই পর্যায়ে আমরা UN এর প্রকাশিত একটি খবর পাই যেখানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস গাজা-ইজরায়েল যুদ্ধকে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। ওনার মতে এখনও কোনো দেশের মধ্যে যুদ্ধ বাধলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাচ্চারা। এই দুই দেশের মধ্যে লড়াইয়েও তাই হচ্ছে। চারিদিক থেকে বাচ্চাদের মৃত্যুর খবর, তাদের উপর নিপীড়ন এখনই বন্ধ হওয়া দরকার। আন্তোনিওর মতে জাতিসংঘের সর্বদা এটাই প্রচেষ্টা থেকে যে বিশ্বের প্রতিটি শিশুর শৈশব যেন সুরক্ষিত থাকে।

https://news.un.org/en/story/2021/05/1091852

অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে এই দাবিটি সঠিক নয়। বরং গাজা-ইজরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুরস্ক ইজরায়েলকে হুমকি দিয়েছে।

Conclusion


ফেসবুকে বর্তমানে প্যালেস্টাইনের গাজা ও ইজরায়েলের মধ্যে চলতে থাকে যুদ্ধকে নিয়ে একটি দাবি ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে, এবং সেই সমস্ত দেশগুলোকে হুমকি দিয়েছে যারা গাজাকে সাহায্য করছে। কিন্তু আমাদের অনুসন্ধানে আমরা এই ধরণের কোনো সংবাদ পাইনি।

Result- Misleading

Our sources-

BBC Bangla-https://www.bbc.com/bengali/news-57078355

ALJA ZEERA- https://www.aljazeera.com/news/2021/5/12/israel-must-be-taught-a-lesson-erdogan-tells-putin

News18 Bangla-https://bengali.news18.com/news/international/turkey-president-erdogan-warns-israel-and-says-we-will-not-sit-and-watch-the-massacre-against-palestine-rrc-597658.html

Jugantor-https://www.jugantor.com/international/421208/%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%AA-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

Israel Prime Minister Benjamin Netanyahu tweets- https://twitter.com/netanyahu/status/1393691936192712707 https://twitter.com/netanyahu/status/1393701215041642496

UN News- https://news.un.org/en/story/2021/05/1091852

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular