claim: চিন্ময় দাসের পক্ষে যে মুসলিম আইনজীবী ছিলেন তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।
Fact: দাবিটি সম্পূর্ণ ভুল, চট্টগ্রামের নিহত আইনজীবীকে হত্যা করেছে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এবং তিনি চিন্ময় দাসের আইনজীবী ছিলেন না
ইস্কন সাধু চিন্ময় দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেফতারের পর প্রতিবাদে ফেটে পড়েন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু। দাবি করা হচ্ছে এই আইনজীবী মুসলিম ছিলেন এবং আদালতে চিন্ময় দাসের পক্ষে সওয়াল জবাব করছিলেন। সেই কারণে তাকে “ইসলামিক জিহাদিদের” হাতে নৃশংস ভাবে প্রাণ হারাতে হয়।

এক্স -এ অনেক ভেরিফায়েড হ্যান্ডেল থেকে এই দাবিতে আইনজীবীর ছবি দিয়ে পোস্ট আমরা পেয়েছি।
Fact Check/ Verification
বাংলাদেশের চিন্ময় দাসের পক্ষে লড়া আইনজীবীকে ইসলামিক জিহাদের হাতে প্রাণ হারাতে হয়েছে – এই দাবিটি সম্পূর্ণ ভুল।
গুগলে এই ঘটনা সম্পর্কিত কিওয়ার্ড ‘চিন্ময় কৃষ্ণ দাস’, ‘আইনজীবী’ ‘মৃত’ দ্বারা খোঁজার পর ২৭শে নভেম্বর ২০২৪ এর Views Bangladesh, রিপোর্ট পাই যেখানে বাংলাদেশ প্রেসের চিফ এডভাইসের বিবৃতি রয়েছে যাতে বলা হয়েছে ইস্কন সন্ন্যাসীর আইনজীবীকে মেরে ফেলা হয়েছে , ভাইরাল এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে।
আমরা ফেসবুক থেকে বাংলাদেশের CA Press Wing Facts এর পেজ থেকে ভাইরাল দাবিকে নিয়ে করা সম্পূর্ণ বিবৃতিটি পাই।
‘কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে, আজ চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন। দাবিটি মিথ্যা এবং অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের ওকালতনামাতে রয়েছে যে অ্যাডভোকেট শুভাশীষ শর্মা তার আইনজীবী। আমরা সকলকে কোন প্রকার উস্কানিমূলক, মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।’(অনুবাদ করা হয়েছে)

আমরা চিন্ময় কৃষ্ণ দাসের ওকালতনামাটি এখানে দিলাম।এই নথিতে দেখা যাচ্ছে আইনজীবী শুভাশীষ শর্মা ইস্কন সন্ন্যাসীর হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন।

সাইফুল আলম, বাংলাদেশ প্রেসের প্রেসের চিফ এডভাইসের সেক্রেটারিও এই ভাইরাল দাবিকে মিথ্যে বলে দাবি করেছেন। ফেসবুকে এই ভাইরাল দাবির সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন যা এখানে দেখা যেতে পারে।
আমরা BBC Banglaর ২৬শে নভেম্বর ২০২৪ এর একটি রিপোর্ট পাই যেখানে শুভাশীষ শর্মাকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনীজীবী বলে উক্ষে করা হয়েছে। BBCর কাছে আইনজীবী শর্মা বলেছেন ‘ চিন্ময় প্রভু আদালতে বলেছেন এই গ্রেফতারের মধ্য দিয়ে সনাতনীদের আট দফা আন্দোলনের মঞ্চ দমিয়ে ফেলার জন্য হয়তো.. কোন একটা তৃতীয় শক্তির ষড়যন্ত্রের কারণেই হয়তো এই কাজটা করছে। তবে সরকার এই বিষয়টা ভুল করছে। মূলত আমরা সরকারবিরোধী কোন আন্দোলনে জড়িত নই”.
আমরা আইনজীবী শুভাশীষ শর্মার সাথে যোগাযোগ করা চেষ্টা করেছি। ভাইরাল দাবীটিকে ওনার মন্তব্য পেলে তা এই প্রতিবেদনে উল্লেখ করবো।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত বাংলাদেশের চিন্ময় দাসের পক্ষে লড়া আইনজীবীকে ইসলামিক জিহাদের হাতে প্রাণ হারাতে হয়েছে এই দাবিটি মিথ্যে। যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তিনি এই কেসটির সঙ্গে জড়িত ছিলেন না।
Result: False
Sources
Facebook Post By CA Press Wing Facts, Dated November 26, 2024
Facebook Post By @shafiqul.alam.71216, Dated November 26, 2024
Report By BBC Bangla, Dated November 26, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।