(এই প্রতিবেদনটি Newschecker English এ সর্বপ্রথম প্রকাশিত হয়েছে)
Claim
সেন্ট্রাল ইস্তানবুলের ইস্তিকলাল এভিনিউ এ বিস্ফোরণের ছবি এটি।

Fact
Yandex সার্চের দ্বারা আমরা তুর্কি ভাষার কিছু রিপোর্ট পাই যেখানে এই বিস্ফোরণের ভাইরাল ছবিটি রয়েছে। গত মাসের ৯ই অক্টোবর ২০২২ সালে রিপোর্টে এই ভাইরাল ছবিটি রয়েছে। Ensonhaber এর রিপোর্ট অনুসারে ৯ই অক্টোবর ২০২২ সালে ফিকিরতাপে কাদিকয় নামক স্থানে একটি বিল্ডিংয়ের তিন তলায় গ্যাস বেরিয়ে যাওয়ার কারণে বিস্ফোরণ ঘটে।

এই রিপোর্ট থেকে আরো জানা গিয়েছে তিন তলায় বিল্ডিংয়ে আগুন লাগার কারণে একটি বিদেশি আহত হয়েছিলেন। এই ঘটনাটি ঘটার পরেই দমকলবাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও আহত ব্যক্তিকে উদ্ধার করে। তিনি ছাড়াও আমরা তিন জনের মৃত্যু হয়েছে। ঈশ্বর যেন ওনাদের আত্মার শান্তি দেন – এই বার্তা দিয়েছিলেন ইস্তানবুলের গভর্নর আলী আরলিকায়া।
একই রিপোর্ট প্রকাশিত হয়েছে Rudaw পত্রিকা থেকে ৯ই অক্টোবরে। বিল্ডিংয়ে ইস্তানবুলের প্রাকৃতিক গ্যাস বেরিয়ে যাওয়ার কারণে যে বিস্ফোরণ হয়েছিল এবং তাতে যে তিন জনের মৃত্যু হয়ে তা জানা যায় যখন ইস্তানবুলের দমকল বাহিনী সেখানে পৌঁছয়।

এই দুটি মিডিয়া রিপোর্ট ছাড়াও CNN এর ইউটুউবের থেকেও আমরা ৯ই অক্টোবরের রিপোর্ট পাই। এখানে দেখা যেতে পারে ফিকিরতাপে কাদিকয়তে বিল্ডিংয়ে বিস্ফোরণের দৃশ্য।
যদিও আমরা এখনো নিশ্চিত হতে পারিনি ইস্তানবুলের সাম্প্রতিকতম বিস্ফোরণের পেছনের ঘটনা নিয়ে। তবু আমরা এটা বলতে পারি আমাদের অনুসন্ধানের মাধ্যমে উঠে এসেছে গতকাল ইস্তানবুলের বিস্ফোরণের ঘটনার আবহে ৯ই অক্টোবর ২০২২ সালের গ্যাস বেরিয়ে যাওয়ার কারণের বিস্ফোরণের দৃশ্য।
Result: False
Our Sources
Report By Ensonhaber, Dated October 9, 2022
Report By Rudaw, Dated October 9, 2022