Claim
ফেসবুকে সম্প্রতি হলিউডের অভিনেত্রী জুলিয়া রবার্টসের হিন্দু ধর্ম গ্রহণের বেশকিছু পোস্ট ভাইরাল হয়েছে। দাবি করা হয়েছে খ্রিস্টান ধর্মে ছোট থেকে বড়ো হলেও জুলিয়া হিন্দু ধর্মকে গ্রহণ করেছেন।

Fact
হলিউডের অভিনেত্রী জুলিয়া রবার্টসের হিন্দু ধর্ম গ্রহণের পুরোনো খবর ফেসবুকে ছড়ালো। গুগলে খোঁজার পর জানতে পারি ২০১০ সালের The Hinduর রিপোর্ট অনুসারে জুলিয়া ভারতে আসেন ‘Eat, pray love’ নামের একটি সিনেমার শুটিংয়ের জন্য। এরপর থেকেই তিনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং এরপর থেকে তিনি নিয়মিত ওনার স্বামী ও সন্তানদের নিয়ে মন্দিরে পুজো-অর্চনার জন্য যাতায়াত শুরু করেন।

Times of Indiaর ২০১০ সালের ৭ই অগাস্টের রিপোর্টে বলা হয়েছে অস্কার জয়ী জুলিয়া রবার্টস খোলাখুলি জানিয়েছিলেন তিনি হিন্দু ধর্মকে অনুসরণ করা শুরু করেছেন। আমেরিকার লসএঞ্জেলসের মন্দিরে নিয়মিত যান প্রার্থনা, মন্ত্রোচ্চারণ ও উৎসবে সামিল হওয়ার জন্য। ছোট থেকে ব্যাপটিস্ট ও ক্যাথলিক খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ ও বেড়ে উঠলেও তিনি ভারতে এসে হিন্দু ধর্মের প্রতি আকর্ষিত হয়ে সনাতন ধর্মকে গ্রহণ করেছেন।
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে হলিউডের অভিনেত্রী জুলিয়া রবার্টসের হিন্দু ধর্ম গ্রহণের যে দাবি ভাইরাল হয়েছে তা অনেক পুরোনো। তিনি হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছে ২০১০ সালে,ঘটনাটি সাম্প্রতিক নয়।
Result: Missing Context
Our Sources
The Hindu’s report of 7th Aug 2010
Times Of India‘s report of 7th Aug 2010
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।