Authors
Claim
কেন্দ্রীয় সরকারের PWDর ইঞ্জিনিয়ারের বাড়ির পাইপ কেটে উদ্ধার হলো কোটি কোটি টাকা।
Fact
কর্ণাটকে পাইপ থেকে টাকা উদ্ধারের পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত পুনরায় ছড়ালো।
গুগলে অনুসন্ধান করে জানতে পারি এই ঘটনাটি ২০২১ সালের কর্ণাটকের PWD যুক্ত ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে তদন্তের ফলে কোটি কোটি টাকা উদ্ধার করে কর্ণাটকের দুর্নীতি দমন শাখা।
২০২১ সালের ২৪শে নভেম্বরের NDTV রিপোর্টে বলা হয়েছে কর্ণাটকের কালাবুর্গির PWDর ইঞ্জিনিয়ার শান্ত গৌড় বিরাদার নামের ব্যক্তির বাড়ি থেকে ২৫লক্ষ টাকা ও বেশকিছু গয়না পায়। কর্ণাটকের দুর্নীতি দমন শাখা জালিয়াতির খবর পেয়ে ওনার বাড়িতে হামলা চালায় এবং বাড়ির জলের পাইপ কেটে উদ্ধার হয় টাকার বান্ডিল।
জানিয়ে রাখি ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটির সাথে NDTVর রিপোর্টের ভিডিওটির সাদৃশ্য রয়েছে। NDTV ছাড়াও একই খবর আমরা The Indian Express ও এই খবরটি পেয়েছি।
Result: Partly False
Sources
Report published by NDTV, 24 Nov 2021
Report published by The Indian Express, 24 Nov 2021
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।