Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
টুইটারে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে শিব ভক্তদের উপর মমতা ব্যানার্জীর পুলিশ লাঠি চালিয়েছে। টুইটারে কয়েকজন এই পোস্টটিকে শেয়ার করে দাবি করেছে পশ্চিমবঙ্গে শ্রদ্ধালু বাঁকধারী শিবভক্তদের উপর লাঠি পেটা করেছে কলকাতার পুলিশ।
বর্তমানে বঙ্গে বিশেষত কলকাতায় করোনার সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। কলকাতা ছাড়া এই রেশ সবচেয়ে বেশি রয়েছে উত্তর ২৪ পরগনায়। উঃ ২৪পরগনার পর হুগলী, হাওড়াতে করোনার সংখ্যা পারদ ছুঁয়েছে। পরিস্থিতির উপর নজরও রয়েছে প্রশাসনের। অনেকের আশঙ্কা প্রায় দুই বছর পর স্কুল, কলেজে যেতে শুরু করেছে পড়ুয়ারা। অনেকেই আশঙ্কায় আছেন আবারও না করোনার ঊর্ধ্ব গমনের দিকে চেয়ে রাজ্যসরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ না দেয়।
Fact check / Verification
শিব ভক্তদের উপর মমতা ব্যানার্জীর পুলিশ লাঠি চালিয়েছে এই দাবিটি সত্যি কিনা যাচাই করার জন্য আমরা কিছুই কীওয়ার্ড দ্বারা খোঁজার পর পশ্চিমবঙ্গের বিজেপির ফেসবুকের একটি পোস্ট পাই। একই ভিডিও সেখানে রয়েছে এবং ভিডিওটিকে আপলোড করা হয়েছে ২০২১ সালের ১৬ই অগাস্ট। ভিডিওটির সাথে বলা হয়েছে – ‘ভূতনাথ মন্দিরের সামনে শিবভক্তদের মারমূখী কলকাতা পুলিশ অমানবিক ভাবে ভক্তদের উপর প্রহার করে। শিবভক্তদের কি এটাই প্রাপ্য? বাংলায় মমতা ব্যানার্জীর রাজত্বে তালিবানি রাজ চলছে!’
অর্থাৎ ভিডিওটি ২০২১ সালের যাকে এখানকার বলে দাবি করে টুইটারে পোস্ট করা হয়েছে।
উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশান ঘাটে স্থাপিত ভূতনাথ মন্দির। প্রতি বছর চৈত্র মাসে এবং শ্রাবন মাসে ভক্তদের উপচে পরা ভীড় এখানে লক্ষ করা যায়। এই দু মাস ছাড়াও সারা বছরই এই মন্দিরে শিব ভক্তদের সমাগম হয়ে থাকে। মূলত ২০২০ সালে করোনা বাংলায় বিস্তার করার পর থেকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্যসরকার। ২০২১এ কিছু কিছু মন্দির খুলে গেলেও বন্ধ ছিল ভূতনাথ মন্দির। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মন্দিরের সামনে জামায়েত হওয়া মুখের মাস্ক ছাড়া ভক্তদের দিকে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে সাদা পোশাকের পুলিশ, কেউ কেউ লাঠি পেটা খেয়ে মন্দির স্থল পরিত্যাগ করছে।
বিজেপির ফেসবুক পোস্ট ছাড়াও আমরা প্রথম কলকতার একটি রিপোর্ট পাই। রিপোর্টে বলা হয়েছে কলকাতার দুই বিখ্যাত শ্মশান কেওড়াতলা ও নিমতলায় করোনা কালেও শিব ভক্তদের সমাগম লেগে রয়েছে। কেঁওড়াতলাতে বাঁক কাঁধে ভক্তরা শ্রাবন মাসের যাত্রা শুরু করেছে। নিমতলাতেও একই দৃশ্য। নিমতলায় ভূতনাথ মন্দিরের কাছে শিব ভক্তদের উপর লাঠি চালনার জন্য রাজ্য সরকার ও কলকাতা পুলিশের ভূমিকাকে এক হাত নিয়েছে বিরোধী পক্ষ। বিজেপি থেকে অনেকেই দাবি করেছে শিব ভক্তদের কি এটা প্রাপ্য। কলকাতা পুলিশ ও মমতার সরকারের বর্বরতার আর একটি নিদর্শন কলকাতা দেখলো।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে টুইটারে শিব ভক্তদের উপর মমতা ব্যানার্জীর পুলিশ লাঠি চালিয়েছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২১ সালের। করোনা বিধি উপেক্ষা করে ভূতনাথ মন্দিরের সামনে জমায়েতের উদ্দেশ্যে পুলিশ লাঠি চালিয়েছিল।
এই প্রতিবেদনটিকে হিন্দিতে পড়তে চাইলে এখানে ক্লিক করুন।
Result: Partly False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.