Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে (Himanta Biswa Sarma, Chief Minister of Assam) গ্রেফতার করা হয়েছে।

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ২০ জুন, Mohd Waish নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়োর সঙ্গে লেখা পোস্টে দাবি করা হয়েছিল যায় যে, ভিডিয়োটি বিহারের দাড়ভাঙ্গা সিভিল কোর্টের। গত ২০ জুন, ওই কোর্টের আইনজীবী আম্বের ইমাম হাসমিকে, ৩২ বছর পুরনো, তিনটি খুনের মামলায়, গ্রেফতারির নির্দেশ দিয়েছিলেন বিচারক। ওই পোস্ট থেকে আরও জানা যায় যে, খুনের মামলাগুলোর শুনানিতে হাজুরা দেওয়ার জন্য বারবার অভিযুক্তকে নোটিস পাঠিয়েছিল আদালত। কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে কোর্টে হাজিরা এড়াচ্ছিল অভিযুক্ত। তবে ঘটনার দিন অন্য একটি মামলার আইনজীবী হিসেবে লড়াইয়ের জন্য সে কোর্টে এসেছিল। তখনই বিচারক তাকে গ্রেফতারির নির্দেশ দিয়েছিল। এখানেই শেষ নয়, বিচারকে অভিযুক্ত আইনজীবী আম্বের ইমাম হাসমিকে গ্রেফতারির নির্দেশ দিলে, আদালতের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েছিল অন্য এক আইনজীবী সুশীল কুমার চৌধুরী। তাকে আটক করেছিল পুলিশ এবং পরে ছেড়ে দেওয়া হয়েছিল। ভাইরাল ভিডিয়োটি সুশীল কুমার চৌধুরীকে আটক করে নিয়ে যাওয়ার সময়কার।
Mithila Top News নামের একটি ইউটিউব চ্যানেলেও একই ভিডিয়োর, একই তথ্য-সহ পোস্ট করা হয়েছিল।
Law Trend, Patna Press ও Live Hindustan-এর মতো খবরের ওয়েবসাইটেও একই তথ্য-সহ খবরটি ওই সময় প্রকাশিত হয়েছিল।
এছাড়া ইন্টারনেটে হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma, Chief Minister of Assam) গ্রেফতারি সংক্রান্ত তথ্য সার্চ করলে, তা আমাদের নজরে পড়েনি। বরং, অসমের বহু সংবাদমাধ্যমের থেকে জানা গিয়েছে, হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma, Chief Minister of Assam) গ্রেফতারি নিয়ে ভুয়ো খবর ও ভিডিয়ো ছড়ানোর অপরাধে, অভয়াপুরী থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সমস্ত তথ্য-প্রমাণ থেকে এটা স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি অন্য ঘটনার এবং হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma, Chief Minister of Assam) গ্রেফতারির খবরটি ভুয়ো।
Sources
Video posted by Mohd Waish, dated June 20, 2025
Report by Law Trend, dated June 21, 2025
Report by Patna Press, dated June 21, 2025
Report by Live Hindustan, dated June 21, 2025
Report by TIME8 News, dated June 21, 2025
Tanujit Das
October 8, 2025
Tanujit Das
September 24, 2025
Tanujit Das
September 19, 2025