Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
সম্প্রতি ফেসবুকে একটি কিশোরের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ছেলেটিকে হাসপাতালের স্ট্রেচারের মধ্যে শোয়ানো অবস্থায় দেখা যাচ্ছে। আর সেই অবস্থায় ছেলেটি হাতে অদ্ভুত সব অঙ্গ ভঙ্গি করছে। কখনো হাতটিকে বন্দুকের আকারে দেখা যাচ্ছে ,আবার কখনো টাকার ইশারা করছে।
ভিডিওটিকে পোস্ট করে দাবি করা হয়েছে ছেলেটি PUBG ফ্রী ফায়ার গেমের আসক্ত এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কারণ সে গেমটি খেলে খেলে অসুস্থ হয়ে পড়েছে।
Fact check
ফেসবুকে ভাইরাল কিশোরের ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য আমরা কিছু কীওয়ার্ড দিয়ে খোঁজার পর জানতে পারি এই খবরটি দক্ষিণ ভারতের মাদুরাইয়ের। এখানে বলে রাখা ভালো ২০২০ সালে ভারতের তথ্য প্রযুক্ত মন্ত্রকের তফর থেকে বেশ কিছু চীনা অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হয়েছিল যার মধ্যে অন্যতম ছিল Tiktok, Helo, Shareit এর মতো জনপ্রিয় অ্যাপ। আবার এর কিছুদিন পর বন্ধ হয় PUBG .
এই PUBG গামেইং অ্যাপটি কিশোর, যুবক যুবতীদের মধ্যে মাত্রাতিরিক্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এই গেমের প্রতিষ্ঠাতা কোম্পানি, Tencent চীনের অন্যতম সেরা প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। চীনের থেকে দেশের নব প্রজন্মকে রক্ষা করার তাগিদে এই অ্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়।
Times of India র প্রকাশিত রিপোর্ট অনুসারে ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে বেশ ভয় পেয়েছিলো। TriunelVeli MCH এর হাসপাতালে ভর্তি করা হয় ছেলেটিকে। ডঃ এম রবিচন্দ্রম বলেন ছেলেটি PUBG নয়, মোবাইলের প্রতি আসক্ত ছিল এবং সে তা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা রকম অঙ্গভঙ্গি করছিলো।
Result:
Fabricated content / False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
June 11, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025