সোমবার, নভেম্বর 25, 2024
সোমবার, নভেম্বর 25, 2024

HomeFact Checkপুরীর জগন্নাথ দেবের রথযাত্রার আবহে ভাইরাল অপ্রাসঙ্গিক ভিডিও 

পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার আবহে ভাইরাল অপ্রাসঙ্গিক ভিডিও 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি ফেসবুকে রথযাত্রা উপলক্ষ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ লোক মিলে একটি রথ টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওটির সাথে দাবি করা হয়েছে এটি জগন্নাথ দেবের রথযাত্রার ভিডিও। ভিডিওটিকে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। 

পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার আবহে ভাইরাল image 1
Courtesy: Facebook / Susmita Roy
পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার আবহে ভাইরাল image 2
Courtesy: Facebook / JBL-Enterprise-107533425339330

Fact check / Verification 

পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার আবহে ভাইরাল ভিডিওটির সত্যতার জানার জন্য আমরা ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে রিভার্স ইমেজ করি এবং এই পর্যায়ে আমরা Nanga Oru Narikootam নামের একটি ফেসবুক পেজের লিংক পাই। 

পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার আবহে ভাইরাল image 3

এখানে  ভিডিওটিকে ২০২০ সালের ১৮ই এপ্রিল আপলোড করা হয়েছে এবং সাথে  #Kazhalagar #Madurai  #ChithiraiTiruvizha এই ধরণের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এই সূত্র ধরে আমরা কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা ANI এর টুইটThe Print এর ইউটুউব লিংক পাই। 

পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার আবহে ভাইরাল মাদুরাইয়ের ভিডিও

আরো পড়ুন: পুরী জগন্নাথের রথযাত্রার নামে ছড়ালো পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও

প্রতিবছর তামিল ক্যালেন্ডারের চৈত্র মাসে দেবী পার্বতীর অন্যরূপ মীনাক্ষী দেবীর সাথে মহাদেবের অন্যরূপ সুন্দরেশ্বরের ‘কল্যাণম’ বা বিবাহ হয়। বছরের এই এই সময়ে মাদুরাইয়ের মীনাক্ষীদেবী মন্দিরে ভক্তদের সমাগম হয় এবং মূর্তিদের রথে করে বের করা হয়। এই রথের ভিডিওটিকে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার নামে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার আবহে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে লক্ষাধিক লোক একটি রথ টেনে নিয়ে যাচ্ছে, এটিকে জগন্নাথ দেবের রথ বলে দাবি করা হলেও আসলে এটি তামিলনাড়ুর মাদুরাইয়ের মীনাক্ষীদেবীর উৎসবের।

Result: Partly False

Our sources

Facebook page post
ANI tweet posted on 15 April 2022
The Print’s YouTube video uploaded on 15 April 2022


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular