Saturday, April 12, 2025
বাংলা

Fact Check

Fact Check: ঈদের দিন হিন্দু ধর্মকে ‘নোংরা’ বলে অপমান মুখ্যমন্ত্রীর? আসল ঘটনাটা এখানে জানুন…

Written By Tanujit Das, Edited By Chayan Kundu
Apr 1, 2025
banner_image

Claim

image

ঈদের দিন (৩১ মার্চ, ২০২৫), রেড রোডে নমাজ পাঠের অনুষ্ঠানে হিন্দু ধর্মকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেছেন তিনি।

Fact

image

রেড রোডের ভাষণ থেকে হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলে অপমান করেননি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড।

প্রত্যেক বছরের মতো, এবারও ঈদের দিন (৩১ মার্চ, ২০২৫), রেড রোডে নমাজ পাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের সাত সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। যেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “জেনে বুঝে যে বাজে ধর্মটা ওরা বানিয়েছে, সেই ধর্মকে আমি মানি না।”

ভিডিয়োটি পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, হিন্দু ধর্মকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেছেন তিনি। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, “ঈদের রাজনৈতিক মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঈদের শুভেচ্ছা জানাতে ভুলে গিয়ে হিন্দু ধর্মকে বারবার অপমানিত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বলেছেন ” হিন্দু ধর্ম নাকি নোংরা ধর্ম ” । এই রাজ্যে কেন ক্রমাগতভাবে হিন্দু ধর্মকে বারবার অপমানিত করা হচ্ছে? আগামী দিনে কি হতে চলেছে?? কি চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? সকলের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটি শেয়ার করুন।” 

Fact Check/ Verification

মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে ভাইরাল ক্লিপটির দীর্ঘতর একটি ভার্সান খুঁজে পাওয়া যায়। যেটা ৩১ মার্চ পোস্ট করা হয়েছিল এবং যার শিরোনাম ছিল “Eid celebrations at Red Road – 31st March, 2025 | রেড রোডে পবিত্র ঈদ উদ্‌যাপনে – ৩১ মার্চ, ২০২৫”। ওই দীর্ঘ ভিডিয়োটির ৭ মিনিট ৪৩ সেকেন্ড সময়ে মুখ্যমন্ত্রীকে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতে শোনা যায়, “এপিজে আবদুল কালাম সাহেব, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি কে ছিলেন, হিন্দু না মুসলিম? নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে লড়াই করেছিলেন শাহনাওয়াজ খান, তিনি কে ছিলেন, হিন্দু না মুসলিম? ইকবাল লিখেছিলেন, “সারে জাহাঁ সে আচ্ছা হিন্দোসিতাঁ হমারা”, তিনি কে ছিলেন, হিন্দু না মুসলিম? ওদের প্রশ্ন করুন, সেনায় যাঁরা কাজ করেন, তাঁদের একটাই পরিচয় থাকে। সেটা হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান যাই হোক। রামকৃষ্ণ কী বলেছিলেন, স্বামী বিবেকানন্দ কী বলেছিলেন। আমি রামকৃষ্ণের ধর্ম মানি, আমি স্বামী বিবেকানন্দের ধর্ম মানি। কিন্তু জেনে বুঝে যে বাজে ধর্মটা ওরা বানিয়েছে, যে ধর্মটা ওই জুমলা পার্টি বানিয়েছে, সেই ধর্ম আমি মানি না। ওটা হিন্দু ধর্মেরও বিরোধী। সব হিন্দু আপনাদের শত্রু নয়, সব খ্রিস্টান আপনাদের শত্রু নয়। কিছু কিছু রাজনৈতিক নেতা এটা নিয়ে ব্যবসা করে। ওদের দোকান আমি বন্ধ করে দেবো।”

Sangbad Pratidin ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, রেড রো়ডের মঞ্চ থেকে একযোগে বামপন্থী রাজনৈতিক দল ও বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “লাল-গেরুয়া মিশে গিয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না।” 

Hindustan Times ওয়েবসাইটে প্রকাশিত খবরে লেখা হয়েছে, “এদিন রাখ ঢাক না করে প্রথম থেকেই নাম না করে হিন্দুত্ববাদী শক্তিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘আপনারা এটা ভাববেন না যে আপনারা একা। আমরা সবাই সবরকমভাবে আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভাববেন না কোথাও কেউ বলল এই নিষেধাজ্ঞা আপনাদের মেনে চলতে হবে… আমারে প্রশ্ন করা হয়েছিল আপনি কি হিন্দু? আমি বলেছি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীস্টান, আমি ভারতীয়। তুমি কী করার ক্ষমতা আছে?’

এর পর সরাসরি হিন্দুত্ববাদী শক্তিকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘এরা কী চায়? ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি চাই না। আমার জীবন দেশের জন্য উৎসর্গিত। সঙ্গে আমার জীবন সমস্ত ধর্ম – জাতির জন্য, সমস্ত সম্প্রদায় সমস্ত পরিবারের জন্য। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব।’”

Conclusion

মুখ্যমন্ত্রীর বক্তব্যের আসল ভিডিয়ো এবং অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে এটা স্পষ্ট যে, রেড রোডের ভাষণ থেকে হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেননি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড।

Source
Video by Mamata Banerjee’s Official Facebook Page, Dated March 31, 2025

ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z

RESULT
imageAltered Photo/Video
image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,713

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।