Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
মঞ্চ থেকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলছেন, “আর আমি আপনাদের কাছে বলব, এই ভারতীয় জনতা পার্টির নেতারা বাংলার সংস্কৃতি জানে না। সংস্কৃতি যদি জানত তাহলে আঠারো সালের দুর্গাপুজোতে, কালী ঠাকুরের ছবি লাগিয়ে দুর্গা মাইকি জয় বলত না।”
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, ২০১৯ সালের ২১ জুলাই, News18 Bangla-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, একটি ভিডিয়ো দেখতে পাওয়া যায়। ওই ভিডিয়োতে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস অর্থাৎ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, “আর আমি আপনাদের কাছে বলব, এই ভারতীয় জনতা পার্টির নেতারা বাংলার সংস্কৃতি জানে না। সংস্কৃতি যদি জানত, তাহলে আঠারো সালের দুর্গাপুজোতে, কালী ঠাকুরের ছবি লাগিয়ে দুর্গা মাইকি জয় বলত না। এরা যদি বাংলার সংস্কৃতি জানত তাহলে বীরভূমে গিয়ে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বীরভূম বোলপুর শান্তিনিকেতন বলত না। এরা যদি বাংলার সংস্কৃতি জানত তাহলে বিদ্যাসাগরের মূর্তি ভাঙত না। আর এদের নেতা বলত বিদ্যাসাগর পরিচিত সহজপাঠকে সামনে রেখে, বর্ণপরিচয় নয়। তাই এই বাহারিদের বিরুদ্ধে, বাংলার সংস্কৃতিকে যারা নষ্ট করতে চাইছে তার বিরুদ্ধে, বাঙালিদের ঐক্যবদ্ধ হয়ে, জননেত্রীর আদর্শে দিক্ষিত হয়ে এগোতে হবে।”
একই দিনে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিয়োতেও শুভেন্দু অধিকারীকে একই বক্তব্য রাখতে দেখা যায়।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর, অর্থাৎ ২০২১ সালের বিধানসভা ভোটের আগে, মেদিনীপুর কলেজ ময়দানে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আগে তৃণমূলের সমস্ত দলীয় পদ ও রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।
অর্থাৎ, এখান থেকে স্পষ্ট যে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটি পুরনো। বিজেপির সদস্যপদ গ্রহণের পর, নিজের দলেরই নেতাদের সমালোচনা করেননি তিনি।
Sources
Video by AITC, Dated July 21, 2019
Video by News18 Bangla, Dated July 21, 2019
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z
Tanujit Das
June 7, 2025
Tanujit Das
May 24, 2025
Komal Singh
May 21, 2025