(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে)
Claim
হিমাচলের মানালিতে বড়দিনে অত্যধিক ট্রাফিকের ছবি ভাইরাল।

Fact
রিভার্স ইমেজ করার পর আমরা ফেসবুকের একটি গ্ৰুপের লিংক আমাদের সামনে খোলে @I.Love.Kullu.HP নামের পেজটি থেকে ৫ই জুলাই ২০২২ সালে পোস্ট করে লেখা হয়েছে ‘এখনকার মানালির রাস্তা’। এই ছবিটির স্বত্ব হিসেবে একটি ইনস্টাগ্রামের লিংক এখানে দেওয়া হয়েছে @theyashhanda.

এই সূত্র ধরে এগিয়ে যাওয়ার পর আমরা ছবিটি পাই এবং দেখি যে ছবিটি ২৭শে জানুয়ারি ২০২২ সালে পোস্ট করা হয়েছিল।

এখানে আমরা আরো অন্য ছবি পাই যেগুলো ২৯শে জানুয়ারি পোস্ট করা হয়েছে। মানালির এই ছবি অন্য দিক থেকে তোলা হয়েছিল। এই ছবিতে দেখা যাচ্ছে মানালির রাস্তায় সারি সারি গাড়ির ছবি।
এটি ছাড়াও আমরা একই ছবি পাই @liegendindiaholiiday নামের ফেসবুক থেকেও পাই। ছবিটিকে পোস্ট করার সাথে সাথে বলা হয়েছে এটি হিমাচল প্রদেশের মানালির নেহেরু কুন্ডের রাস্তা।
আমরা গুগল আর্থে মানালির নেহেরু কুন্ডের রাস্তাটির অনুসন্ধান করি। এখানে আমরা নেহেরু কুন্ডের ভূখন্ড ও ট্রপোলজিক্যাল দৃশ্যের মিল খুঁজে পাই।

আমরা @theyashhanda চিত্রগ্রাহকের সাথে যোগাযোগ করে এই ছবিটির সম্পর্কে আরো তথ্য পাওয়ার চেষ্টা করি। ওনার উত্তর পেলে আমরা আমাদের প্রতিবেদনে তা উল্লেখ করবো।
অর্থাৎ আমরা জানতে পারি মানালিতে বড়দিনে অত্যধিক ট্রাফিকের ভাইরাল ছবিটি এখানে ছড়ালেও ছবিটি এই বছরের জানুয়ারি মাসের।
Result: Missing Context
Our Sources
Facebook Post By @I.Love.Kullu.HP, Dated July 5, 2022
Instagram Post By @theyashhanda, Dated January 27, 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।