Claim
ফেসবুকে ভাইরাল ভিডিওতে দাবি বিশ্বকাপ জয় করে মাকে জড়িয়ে ধরেন লিও মেসি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জয়ের পর যখন মাঠের মধ্যে দলের সতীর্থদের সাথে মেতে উঠেছেন মেসি, তখন আর্জেন্টিনার জার্সি গায়ে এক মহিলা এসে মেসিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। দাবি করা হয়েছে ইনি মেসির মা।

Fact
কাতারে বিশ্বকাপ জেতার পর মেসিকে তার মা জড়িয়ে কেঁদেছেন এই দাবিটি ভুল। ভিডিওটির সাথে যে দাবি করা হয়েছিল তার সত্যতা জানার জন্য আমরা প্রথমে গুগলে কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান শুরু করি। The Sun ও Daily Mail এর ২০শে ডিসেম্বরের রিপোর্ট পাই যেখানে বলা হয়েছে ম্যাচ জেতার পর এক মহিলা এসে মেসিকে জড়িয়ে কাঁদতে থাকেন, অভিনন্দন জানান মেসিকে তিনি আর্জেন্টিনার ফুটবল দলের রাঁধুনি এন্টোনিয়া ফারিয়াস, যিনি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দলের প্রত্যেকের জন্য সুস্বাদু রান্না করেছেন।

The Sun এর রিপোর্টে বলা হয়েছে এন্টোনিয়াকে আর্জেন্টিনার দলের প্রত্যেকেই খুব ভালোবাসে। মেসিরা যেখানে যেখানে খেলতে গিয়েছে এন্টোনিয়াও তাদের সাথে যাত্রা করতেন। এর আগে কোপা আমেরিকা,২০১৮ সালের রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপেও উপস্থিত ছিলেন এন্টোনিয়া।
টুইটার থেকে Roy Nemer এর হ্যান্ডেল থেকেও আমরা এই ভিডিওটি পাই। ভিডিওটিকে টুইট করে লেখা হয়েছে ‘ আর্জেন্টিনার জাতীয় দলের প্রধান রাঁধুনি জড়িয়ে ধরেছেন মেসি ‘
যদিও কিছু স্প্যানিশ সংবাদপত্রে দাবি করা হয়েছে এন্টোনিয়া কুন্ আগুড়েও এর মা। আমরা এখনো স্পষ্ট করে জানতে পারিনি এন্টোনিয়ার আসল পরিচয় কি।
লিও মেসির মায়ের নাম Celia María Cuccittini, যিনি বিশ্বকাপের দিন মাঠে উপস্থিত ছিলেন। মেসির মায়ের আসল ছবি অনুসন্ধানের সময় আমরা Goal, Evoke ও GettyImages এর লিংক পাই যেখানে মেসিকে তার মায়ের সাথে দেখা যাচ্ছে। আর্জেন্টিনার নীল রঙের জার্সিতে সোনালী চুলের Celia María Cuccittini মেসির স্ত্রী ও পুত্রদের সাথে উপস্থিত ছিলেন কাতারের স্টেডিয়ামে।

অনুসন্ধানে প্রমাণিত হয়েছে কাতারে বিশ্বকাপ জেতার পর মেসিকে তার মা জড়িয়ে কেঁদেছেন দাবিটি ভুল। মেসি যাকে জড়িয়ে ধরেছেন তিনি এন্টোনিয়া ফারিয়াস।
Result – False
Our Sources
Gettyimages
The Sun report of 20th Dec 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।