Fact Check
Fact Check: এটা বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ভিডিয়ো নয়, জানুন আসল ঘটনা এখানে…
Claim
ভারতের বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Bangladeshi Infiltration in West Bengal) ওই দেশে ফেরত পাঠানো হচ্ছে।

Fact
ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, চলতি বছরের ১৬ জুলাই, একই ফ্রেমের একটি ছবি-সহ, বাংলাদেশি সংবাদমাধ্যম Kaler Kantho-র ওয়েবসাইটে, একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করার অভিযোগে, ৩৪ ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছিল বাংলাদেশি নৌবাহিনী। একইসঙ্গে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চণ্ডি-৩৮’ নামের দুটো ভারতীয় ট্রলারও আটক করা হয়েছিল। ট্রলার দুটিতে ৭.৮ মেট্রিক টন মাছ ছিল, যা নিলাম করে ১৫ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গিয়েছিল।

১৫ জুলাই, Maasranga News-এর ইউটিউব চ্যানেলেও একই ভিডিয়ো, একই তথ্য-সহ প্রকাশিত হয়েছিল
Prothom Alo-র প্রতিবেদন থেকে জানা যায় যে, ওই সময় মোংলা থানার ভারপ্রাপ্ত ওসি আনিসুর রহমান জানিয়েছিলেন যে, সমুদ্রে টহলের সময় বাংলাদেশি নৌবাহিনীর ব়্যাডারে সন্দেহজনক দুটি ট্রলারের উপস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল। এরপর ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ধাওয়া করে বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় ট্রলার দুটোকে আটক করেছিল। ধৃত মৎস্যজীবীদর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছিল এবং মোংলা থানায় হস্তান্তর করা হয়েছিল।
সুতরাং এখন এটা স্পষ্ট যে, ভাইরাল দাবিটি সত্যি নয়। ভিডিয়োটি আসলে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ধৃত ভারতীয় মৎস্যজীবীদের।
Sources
Report by Kaler Kantho, dated July 16, 2025
Report by Prothom Alo, dated July 16, 2025
Video by Maasranga News, dated July 15, 2025