Authors
Claim: কোচবিহারের রাস্তার দৃশ্য যেখানে সকল বাহন চালকরা রাস্তার এক ধারে দাঁড়িয়ে আছে
Fact: ছবিটি মিজোরামের রাস্তার, কোচবিহারের নয়
ফেসবুকে সম্প্রতি ট্র্যাফিক জ্যামের একটি দৃশ্য ভাইরাল হয়েছে যাকে কোচবিহারের বলে দাবি করা হয়েছে। রাস্তার একপাশে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির চালকরা আর অন্য দিকের রাস্তা ফাঁকা। ছবিটিকে পোস্ট করে লেখা হয়েছে ‘ কোচবিহারের এক রাস্তার দৃশ্য, কোচবিহারের রাস্তায় জ্যাম থাকা সত্ত্বেও কেউ ওভারটেক করছেনা। লেন ব্রেক করে এগিয়ে যাচ্ছেনা। সুন্দর ভাবে একলাইনে দাঁড়িয়ে জ্যাম ছাড়ার অপেক্ষা করছে। কি সুন্দর দৃশ্য।এটা স্বপ্ন, বাস্তব নয়’
Fact check / Verification
মিজোরামের রাস্তার সুষ্ঠ ট্র্যাফিক জ্যামের ছবি কোচবিহারের নামে ফেসবুকে ছড়িয়েছে। ভাইরাল ছবিটির কমেন্টে একজন লিখেছেন এটি কোচবিহারের ছবি নয়, ভারতের উত্তরের মিজোরাম আইজলের রাস্তার ছবি।
আমরা ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর HindustanTimes এর ২০২২ সালের ১লা মার্চের রিপোর্ট পাই। মাহিন্দ্রা গ্রূপের প্রধান আনন্দ মাহিন্দ্রা এই ট্র্যাফিক জামের ছবিটি পোস্ট করে মিজোরামের প্রশাসন ও মানুষদের সুন্দর ব্যবহারের জন্য অভিনন্দন জানিয়েছন।
টুইটারে Sandeep Ahlawat ২০২২ এর ১লা মার্চ এই ছবিটিকে পোস্ট করে লিখেছেন – ‘আমি ধরণের ব্যবস্থা একমাত্র মিজোরামে দেখেছি। সেখানে নেই কোনো দামি আধুনিক গাড়ি, কারোর কোনো তাড়া নেই, নেই কোনো হর্নের শব্দ, কোনো হিংসা বা কেউ কাউকে বলছে না ‘ আমি কে তা জানা আছে?, যা আছে তা হলো সৌন্দর্য ও শান্তি’ .
এরই সাথে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে সারি দিয়ে দাঁড়ানো মিজোরামের মানুষদের দেখা যাচ্ছে রাস্তার এক পাশে নিজের বাহন নিয়ে অপেক্ষা করছে আর অন্যদিকে দিয়ে গাড়ি যাচ্ছে।
রিভার্স ইমেজ করার সময় আমরা Reddit এর একবছর আগের লিংক পাই যেখানে একই ছবি পোস্ট করে বলা হয়েছে একটিও গাড়ি রাস্তা দাগ অতিক্রম করছে না, ছবিটি তোলা হয়েছে ভারতের মিজোরামে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য প্রমাণিত হয়েছে ফেসবুকে মিজোরামের রাস্তার সুষ্ঠ ট্র্যাফিক জ্যামের ছবি কোচবিহারের নামে ফেসবুকে ছড়িয়েছে।
Result: Missing Context
Sources
Report published by Hindustan Times, 1 March 2022
Tweet
Reddit
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।