Authors
Claim
রেল দুর্ঘটনায় মৃতের পরিবারদের ৬০ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন মহেন্দ্র সিং ধোনি
Fact
ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস ও দুটি ট্রেনের এক সাথে দুর্ঘটনার আবহে বেশকিছু দাবি ভাইরাল হয়েছে যার মধ্যে একটি হলো ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারদের ৬০ কোটি দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কোথাও আবার বলা হয়েছে বিরাট কোহলিও নাকি ৩০ কোটি টাকা দিয়েছে এই রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের।
এই দাবিটির সত্যতা যাচাই করার সময় আমরা গুগলে কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান শুরু করি। Dhoni 60 Crores এই ধরণের কীওয়ার্ড দিয়ে খোঁজার পর আমরা বেশকিছু রিপোর্ট পাই। এর মধ্যে ওড়িশা টিভির ৫ই জুনের রিপোর্টে এই দাবীটিকে ভুয়ো বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে বালাসোরে ট্রেন দুর্ঘটনার আবহে সোশ্যাল মিডিয়া ও হোয়াট্সঅ্যাপে একটি বার্তা ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি নিজেরদের প্রিয়জনকে হারানো পরিবারদের উদ্দেশ্যে ৬০ কোটি টাকা দিয়েছেন। কিন্তু এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে। ৬০ কোটি টাকা দেওয়ার কথা কোথাও বলেননি ধোনি, না এমন কোনো তথ্য প্রকাশিত হয়েছে।
অন্যদিক বিরাট কোহলি ৩০কোটি দান করেছেন এই দাবিটিও মিথ্যে।আমরা কোহলিকে নিয়ে এমন কোনো মিডিয়া রিপোর্ট পাইনি যেখানে বলা হয়েছে এই দাবিটি সত্যি। বিরাট কোহলির সোশ্যাল মিডিয়াতেও এমন কোনো বার্তা নেই। ৩রা জুন কোহলি একটি টুইট করেছেন যেখানে তিনি বালাসোরের ট্রেন দুর্ঘটনায় মৃত ও তাদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন।
ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারদের ৬০ কোটি দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি এই দাবিটি আমাদের অনুসন্ধানে ভুয়ো প্রমাণিত হয়েছে।
Result: False
Our Sources
Odisha TV report published on 5 June 2023
Virat Kohli’s tweet from 3 June 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।