Fact Check
Murshidabad Violence: বিক্ষোভকারীদের সামনে পুলিশের অসহায় অবস্থায় হাতজোড়ের ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, জানুন কোথাকার…

Claim
কেন্দ্রীয় বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রক যাতে সংঘর্ষের সঠিক তথ্য না পায়, উত্তেজিত সংখ্যালঘু মানুষদের সামনে হাতজোড় করে, তাদের শান্ত হওয়ার অনুরোধ করছে রাজ্যে পুলিশ।
Fact
ভাইরাল ভিডিয়োটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও যোগ নেই। সেটি ত্রিপুরার।
মুর্শিদাবাদে সংঘর্ষের (Murshidabad Violence) আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ঝামেলার ভিডিয়ো পোস্ট করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে, কেন্দ্রীয় বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রক যাতে সংঘর্ষের সঠিক তথ্য না পায়, উত্তেজিত সংখ্যালঘু মানুষদের সামনে হাতজোড় করে, তাদের শান্ত হওয়ার অনুরোধ করছে রাজ্যে পুলিশ।

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১২ এপ্রিল, ‘আমার ত্রিপুরা’ নামের একটি ফেসবুক পেজে একই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেই ভিডিয়োর ৯ মিনিট ৪৪ সেকেন্ডের সঙ্গে, ভাইরাল ভিডিয়োটির হুবহু মিল পাওয়া যায়।
ভি়ডিয়োটির সম্পর্কে বিস্তারিত জানতে আমরা, ‘আমার ত্রিপুরা’ পেজটির অ্যাডমিন তথা সাংবাদিক আব্দুল সামিমের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানান যে, ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরের কুবঝাড় এলাকায়, গত ১২ এপ্রিল, ওয়াকফ আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদের আয়োজন করেছিলেন মুসলমান সম্প্রদায়ের মানুষরা। ভিডিয়োটি সেই ঘটনার এবং সেখানে যে দু’জন পুলিশ অফিসারকে উত্তেজিত জনতাকে শান্ত করতে দেখা যাচ্ছে তাঁরা হলেন, উৎপলেন্দু দেবনাথ ও অরুণোদয় দাস।
এরপর Newschecker-এর তরফে ইরানি থানার অফিসার অরুণোদয় দাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান যে, কৈলাশহরের কুবঝাড় এলাকায় বিক্ষোভকারীদের শান্ত করতেই, তাঁরা অনুরোধের পন্থা নিয়েছিলেন।
Conclusion
অতএব এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও যোগ নেই। সেটি ত্রিপুরার।
Sources
Video by Amar Tripura, Dated April 12, 2025
Telephonic conversation with Abdul Samin, Admin Amar Tripura Facebook Page
Telephonic conversation with Arunodoy Das, Officer of Irani P.S, Tripura
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z