Crime
Fact Check: উত্তরপ্রদেশে মুজাফ্ফরনগরে যুবতীকে হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত হিন্দু, মুসলিম নন
Claim
সোশ্য়াল মিডিয়ায় এক তরুণীকে হেনস্থার একটি ভিডিয়ো পোস্ট করে অভিযুক্তকে জিহাদি বলে সম্বোধন করা হয়েছে এবং পোস্টের কমেন্ট অংশে সরাসরি অভিযুক্তকে মুসলিম বলে দাবি করা হয়েছে।
Fact
উত্তরপ্রদেশে মুজাফ্ফরনগরে যুবতীকে হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত মুসলিম নন, বরং একজন হিন্দু যুবক।
সোশ্য়াল মিডিয়ায় এক তরুণীকে হেনস্থার একটি ভিডিয়ো পোস্ট করে অভিযুক্তকে জিহাদি বলে সম্বোধন করা হয়েছে এবং পোস্টের কমেন্ট অংশে সরাসরি অভিযুক্তকে মুসলিম বলে দাবি করা হয়েছে।

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি Aajtak–এর ওয়েবসাইটে একই ফ্রেমের ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের নইমান্ডি কোতয়ালি এলাকায় ঘটনাটি ঘটেছিল। সেখানে রোহিত নামে এক যুবকের বিরুদ্ধে এক যুবতীকে হেনস্থার অভিযোগ উঠেছিল। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।

দেখা যায়, ৫ ফেব্রুয়ারি মুজাফ্ফরনগর পুলিশের তরফেও এক্স হ্যান্ডেলে একই ছবি-সহ তথ্য় প্রকাশ করা হয়েছিল।

এছাড়া, ভিডিয়ো বার্তায় পুলিশের তরফেও স্পষ্ট জানানো হয়েছে যে, অভিযুক্তের নাম রোহিত।

Conclusion
সুতরাং এখন এটা স্পষ্ট যে, উত্তরপ্রদেশে মুজাফ্ফরনগরে যুবতীকে হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত মুসলিম নন, বরং একজন হিন্দু যুবক।
Sources
Report by Aajtak, Dated February 6, 2025
X post by Muzaffarnagar Police, Dated Dated February 5, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z