Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ভাইরাল ছবি ও ভিডিওতে দাবি করা হচ্ছে যে, নেপালের ছাত্র-যুব আন্দোলনে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ছবি প্রদর্শন করা হয়েছে।
তথ্য যাচাইয়ে দেখা গেছে, দাবিটি বিভ্রান্তিকর। ভাইরাল ছবিটি বর্তমান ছাত্র-যুব বিক্ষোভের নয়, বরং ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত একটি রাজতন্ত্রপন্থী সমাবেশের।
ছাত্র-যুবদের আন্দোলনের জেরে ভারতের প্রতিবেশি দেশ নেপালের পরিস্থিতি উত্তপ্ত (Nepal Protest)। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ও ভিডিয়ো প্রচার করে দাবি করা হচ্ছে যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ছবি নিয়ে নাকি এই প্রতিবাদে সামিল হয়েছিলেন নেপালের ছাত্র-যুবরা।




সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, হোয়াট্সঅ্যাপ, এক্স-সহ ২৬টি সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকে প্রতিবাদে নামেন ছাত্র-যুবরা। যারা নিজেদের ‘জেন জি’ বলে পরিচয় দেন। পরিস্থিতি ক্রমশ পুলিশ-প্রশাসনের হাতের বাইরে চলে যায়। আন্দোলনের জেরে, ১৯ জনের মৃত্যু হন ও ২৫০ জনের বেশি আহত হন বলে খবর। রিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-সহ অন্যান্য মন্ত্রীরা।
এখান থেকে স্পষ্ট যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ছবিটা নেপালের বর্তমানে (Nepal Protest) বিক্ষোভে দেখা যায়নি। ছবিটি পুরনো এবং অন্য একটি ঘটনার।
FAQ
Q1. নেপালের ছাত্র আন্দোলনে কি সত্যিই যোগী আদিত্যনাথের ছবি ব্যবহার করা হয়েছিল?
না, দাবিটি ভুয়ো। ছবিটি পুরনো রাজতন্ত্রপন্থী সমাবেশের।
Q2. ছবিটি প্রথম কোথায় দেখা গিয়েছিল?
২০২৫ সালের মার্চ মাসে কাঠমাণ্ডুর রাজতন্ত্র সমর্থন সমাবেশে।
Q3. কে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন?
কেপি শর্মা ওলির উপদেষ্টা বিষ্ণু রিমাল ছবিটি শেয়ার করেছিলেন।
Q4. নেপালের সাম্প্রতিক আন্দোলনের কারণ কী?
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স-সহ ২৬টি সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণের প্রতিবাদে ছাত্র-যুবরা রাস্তায় নেমেছিলেন।
Q5. ভাইরাল ছবির সঙ্গে বর্তমান আন্দোলনের কোনো সম্পর্ক আছে কি?
না, এর কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ আলাদা ঘটনার ছবি।
Sources
Report by The Diplomat
Report by Ratopati
Facebook post by Bishnu Rimal
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025