Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ফেসবুকে কয়েকদিন আগে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দাবি করা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার মাঝেই বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন।
ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে গাজার সমস্যা, ISIS এর দিন দিন বেড়ে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, আর এর মাঝেই বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন।
গতবছর ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ক্ষমতায় এসেছেন ডেমোক্র্যাট দলের জো বাইডেন। আমেরিকার নির্বাচনের আগে বাইডেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার যোগ্য কিনা তা নিয়ে তাকে অনেক সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ৭৭ বছর বয়সে এসে তিনি আমেরিকার মতো শক্তিধর দেশের রাজপাট চালাতে পারবেন কিনা তা নিয়ে ব্রিটেনের মিডিয়া, আমেরিকার মিডিয়া এমনকি বিপক্ষ দল থেকেও প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু সব প্রশ্নকে পেছনে ফেলে রাষ্ট্রপতির পদ জিতে নেন জো বাইডেন।
বর্তমানে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার মাঝেই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন, এই দাবিটির সত্যতা জানার জন্য অনুসন্ধান শুরু করি।
গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা C-Span, ইউটুউব থেকে , White House এর ভিডিও এবং PM of Israel এর এই সাক্ষাৎকারের টুইট পাই। তেরো মিনিট আট সেকেন্ডের এই ভিডিওতে কোথাও চোখে পড়েনি প্রেসিডেন্ট বাইডেন মেটেটিং চলাকালীন ঘুমিয়ে পড়েছিলেন। বরং তিনি কখন নিজের কোলের দিকে, কখন হাত ভাঁজ করে বসে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সব কথা শুনছিলেন।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার মাঝেই বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ভালো করে খেয়াল করলে দেখা যাবে বাইডেন মাথা নিচু করে আছেন ঠিকই কিন্তু ওনার হাতের আঙ্গুল নড়ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভিডিও নয়। কারণ পুরো ভিডিওতে কোথাও বাইডেন ঘুমিয়ে পড়েননি।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল ভিডিও ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার মাঝেই বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন এটি আসলে অসম্পূর্ণ ভিডিও। আসল ভিডিওতে জো বাইডেনকে ঘুমিয়ে পড়তে দেখা যায়নি।
C-Span https://www.c-span.org/video/?514292-1/president-biden-meets-israeli-prime-minister-bennett
PM of Israel official tweet https://twitter.com/IsraeliPM/status/1431688716658094087
The White House YouTube Video https://www.youtube.com/watch?v=2p2dLB6WPy4
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
June 28, 2025
Vasudha Beri
June 27, 2025
Tanujit Das
June 25, 2025