বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছেও সেমিফাইনালে উঠতে পারেনি ব্রাজিল এবং এই আবহে ফেসবুকে ভাইরাল হয়েছে – ২০২৬ সালের বিশ্বকাপেও নেইমারকে খেলতে দেখা যাবে – খবর ছেপেছে সান নিউজ,আরো বলা হয়েছে এই বছরে বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ নয়। ২০২৬ সালের বিশ্বকাপে তিনি প্রতিনিধিত্ব করতে চান বলে বলা হয়েছে দাবিতে। এই খবরের উৎস The Sun নিউজকে বলা হয়েছে।


Fact check / Verification
২০২৬ সালের বিশ্বকাপেও নেইমারকে খেলতে দেখা যাবে এই কোনো খবর ছাপেনি The Sun নিউজ। গুগলে কীওয়ার্ড দ্বারা আমরা প্রথমে The Sun এর ব্রাজিলের নেইমার জুনিয়রকে নিয়ে প্রকাশিত খবরের অনুসন্ধান করি। ১০ই ডিসেম্বরে নেইমারকে নিয়ে প্রকাশিত খবরের শিরোনামে লিখেছে ‘ NEY MORE? Heartbroken Brazil star Neymar reveals he may never play in World Cup again as Pele begs him to carry on in tribute’

এই রিপোর্টে কোথাও বলা হয়নি যে ২০২৬ সালের বিশ্বকাপে নেইমার আবারো মাঠে তার জাদু দেখাবে। বরং আমার এখানে নেইমারের কিছু মন্তব্য পাই যেখানে তিনি বলেছেন – এখানেই শেষ যদি বলি তাহলে এটা এখন তাড়াহুড়ো করে বলা হবে, তবে কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারছি না। আমি এখানে কিছুটা সময় নিয়ে ভাবতে চাই আমরা নিজের জন্য কোনটা সেরা হবে। আমি যেমন ব্রাজিলের হয়ে খেলার দরজা বন্ধ করবো না তেমনি এটাও বলতে পারবো না যে নিজের ১০০ দিয়ে আবার ফেরত আসবো।
The Sun এর রিপোর্ট ছাড়াও আমরা একই খবর Yahoo Sports এর ১০ই ডিসেম্বরের রিপোর্টেও পাই। সেমিফাইনালের খেলায় ক্রোয়েশিয়ার প্রতিপক্ষে খেলে ব্রাজিল। অতিরিক্ত সময়ে ট্রাইব্রেকারে পর্যাপ্ত গোলের অভাবে বিশ্বকাপ থেকে বেরিয়ে যায় ব্রাজিল। মাঠেই কান্নায় ভেঙে পরে নেইমার।
মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা নেইমারের ইনস্টাগ্রামের পোস্টও পাই। যেখানে তিনি ক্রোয়েশিরার বিরুদ্ধে খেলায় ব্যর্থতার কথা লিখেছেন। ব্রাজিল ও ব্রাজিলের দলের এই ম্যাচ জেতার কথা ছিল কিন্তু ঈশ্বরের ইচ্ছা অন্য কিছু বলে নেইমার লিখেছেন নিতে ইনস্টাগ্রামের পোস্টে। এখানেও কোথাও তিনি বলেনি ২০২৬ ও তাকে মাঠে দেখা যাবে।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ২০২৬ সালের বিশ্বকাপেও নেইমারকে খেলতে দেখা যাবে – খবর ছেপেছে সান নিউজ এই দাবিটি ভুল। নেইমার এখনও নিশ্চিত করেননি তিনি পরবর্তী বিশ্বকাপ খেলবেন কিনা।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।