Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ধর্ম পরিচয় গোপন করে, তানিয়া হালদার নামে এক মহিলাকে প্রেমের জালে ফাসিয়ে, পরে ওই মহিলাকে জীবন্ত জ্বালিয়ে হত্য়া করেছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা আব্বাস শেখ ও তার বাবা করিম শেখ।
হিন্দু মহিলাকে মুসলিম ব্যক্তিদের দ্বারা হত্যার দাবিটি ভুয়ো এবং ভিডিয়োটি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নয়, বরং মেক্সিকোর।
সোশ্যাল মিডিয়ায় একটি নৃশংস ভিডিয়ো ছড়িয়ে, অনেকেই একটি সাম্প্রদায়িক দাবি করেছেন এবং বলছেন যে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা আব্বাস শেখ ও তার বাবা করিম শেখ, তানিয়া হালদার নামে এক মহিলাকে গায়ে আগুন লাগিয়ে হত্যা করেছে। তাদের আরও অভিযোগ যে, নিজের ধর্ম পরিচয় গোপন করে প্রথমে মহিলাটির সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়ায় আব্বাস শেখ। পরে ওই মহিলা সত্যিটা জানতে পারলে, তখন তাকে জীবন্ত জ্বালিয়ে দেয় অভিযুক্তরা।
ভাইরাল ভিডিয়োটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, livegore.com ও documentingreality.com নামের দুটো ওয়েবসাইটে, ২০২৩ সালের ৫ ও ৬ মে, একই ভিডিয়ো প্রকাশিত হয়েছিল।
Dailystar.co.uk ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, ২০২৩ সালে মেক্সিকোর মাতাউলিপাস প্রদেশে ঘটনাটি ঘটেছিল। এক মাদক পাচারকারি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে প্রতিপক্ষ গোষ্ঠীর এক সদস্যকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল।
ভাইরাল দাবিটি সম্পর্কে আরও বিষদে জানতে Newschecker-এর তরফে জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের বলেন, “ভাইরাল ভিডিয়োটি এবং দাবিটি সম্পূর্ণ ভুয়ো। এখানে এমন কোনও ঘটনা ঘটেনি। ভিডিয়োটি আমাদের নজরে এসেছে। আমরা ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে সরানোর ব্যবস্থা করেছি।”
অতএব এখন প্রমাণিত যে, হিন্দু মহিলাকে মুসলিম ব্যক্তিদের দ্বারা হত্যার দাবিটি ভুয়ো এবং ভিডিয়োটি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নয়, বরং মেক্সিকোর।
Sources
Report by livegore.com, dated May 5, 2023
Report by documentingreality.com, dated May 6, 2023
Report by Dailystar.co.uk, dated May 6, 2023
Tanujit Das
July 17, 2025
Tanujit Das
July 16, 2025
Tanujit Das
July 16, 2025