Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
১৫ অগাস্ট, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে অর্থাৎ জাতীয় শোকদিবসে, তাঁর ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২০ সালের ১৭ মার্চ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অফিসিয়াল ফেসবুক পেজে, একই ছবি পোস্ট করা হয়েছিল। সেখানে লেখা ছিল, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আজ বিধানসভায় শ্রদ্ধেয় স্পিকার এবং বিধায়কদের উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম। এই অবিসংবাদিত নেতা মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াই করে আজও জাতির অনুপ্রেরণা হয়ে আছেন।”
ওই সময় বাংলাদেশি সংবাদমাধ্যম DBC News, Bangla News24-তে একই ধরনের ছবি-সহ খবরটি প্রকাশিত হয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট খুঁজে, এমন কোনও পোস্ট পাওয়া যায়নি। যা প্রমাণ করে যে, এবার ১৫ অগাস্ট, তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
সুতরাং এখন এটা প্রমাণিত যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) শ্রদ্ধাজ্ঞাপনের ছবিটি পুরনো।
Sources
Facebook post by CM Mamata Banerjee, dated March 17, 2020
Runjay Kumar
November 29, 2025
Tanujit Das
November 15, 2025
Tanujit Das
November 14, 2025