Claim
বিশেষ নিরাপত্তার ঘেরাটোপে, ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Fact
প্রথম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৭ সালের ২০ অক্টোবর একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল Mid-day ওয়েবসাইটে। ছবিটির বিবরণে লেখা হয়েছিল যে, সেটি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম শরিফের কনভয়ের ছবি।

দ্বিতীয় ও তৃতীয় ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে জানা যায় যে, সেটি ২০১৭ সালের ২ অক্টোবর, Dhaka Tribune ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, সেটি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কনভয়ের ছবি।

এছাড়া, আমরা ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে এমন কোনও প্রতিবেদন খুঁজে পাইনি, যা থেকে প্রমাণিত হয় যে, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
অতএব এখন এটা স্পষ্ট যে, ভাইরাল ছবিটির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও যোগ নেই।
Sources
Report by Mid-day, Dated October 20, 2017
Report by Dhaka Tribune, Dated October 2, 2017
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z