কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মিম (AIMIM)-সহ বিরোধীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও, প্রথমে লোকসভা ও তারপর রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ (Waqf Amendment Bill, 2025)। তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সই করায়, ইতিমধ্যে সেটি আইনে পরিণত হয়েছে। যদিও সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ ( Waqf Amendment Bill, 2025) পাশ হওয়ার পরেই, এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মিম (AIMIM) প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওয়েইসির একটি ভিডিয়ো। যেখানে মিম (AIMIM) প্রধান-সহ একাধিক বিরোধী দলের নেতাদের, বিজেপি সাংসদদের সঙ্গে খোশমেজাজে কথা বলতে ও হাসিঠাট্টা করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, ক্যামেরার সামনে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ ( Waqf Amendment Bill, 2025)-এর বিরোধিতা করলেও, আসলে এই বিল পাশ হওয়ায় খুশি হয়েছেন বিরোধী মুসলিম নেতারা। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “ওয়াকফ বোর্ড সংশোধন বিল সংসদে পাস হবার পর সব থেকে খুশি হয়েছে আসাউদ্দিন ওয়াইসি সহ অন্যান্য মুসলিম সাংসদরা ভিডিওতে তো তাই বোঝাচ্ছে। কিন্তু রাজনৈতিক রূটি শিখতে বাইরে এসে ভুল বোঝাচ্ছে সম্প্রদায়কে। দেখুন এবং শেয়ার করুন”।

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, চলতি বছরের ২৯ জানুয়ারি, সংবাদ সংস্থা PTI-এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেই ভিডির সঙ্গে দেওয়া শিরোনাম থেকে জানা যায় যে, ওই দিন চা-চক্রে শামিল হয়েছিলেন ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ ( Waqf Amendment Bill, 2025) সংক্রান্ত জয়েন্ট পার্লামেন্টরি কমিটির সদস্যরা।
একই তথ্য-সহ এবং একই দিনে ভিডিয়োটি পোস্ট করেছিল আরও একটি সংবাদ সংস্থা ANI-ও।
Conclusion
অতএব এখন বোঝাই যাচ্ছে যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং দাবিটিও বিভ্রান্তিকর।
Sources
Video by PTI, Dated January 29, 2025
Video by ANI, Dated January 29, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z