Fact Check
Fact Check: তারকেশ্বর যাওয়ার পথে বিশেষ গোষ্ঠীর আক্রমণের শিকার পুণ্যার্থী? না, ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
Claim
তারকেশ্বরে যাওয়ার পথে এক পুণ্যার্থীকে মারধর করেছে এক বিশেষ গোষ্ঠীর লোকজন।
Fact
মারধরের ভাইরাল ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, বাংলাদেশে এবং তার সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই।
ওয়াকফ আইন-বিরোধী (Waqf Act 2025) আন্দোলনের জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জ-সহ বেশ কয়েকটি এলাকা (Murshidabad Violence)। একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে, অপর গোষ্ঠীর মানুষদের ঘর, বাড়ি, দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং তাঁদের খুনের অভিযোগ উঠেছে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এক যুবককে মারধর একটি ভিডিয়ো। যার সঙ্গে অভিযোগ করা হয়েছে যে, তারকেশ্বরে যাওয়ার পথে ওই যুবককে মারধর করেছে এক বিশেষ গোষ্ঠীর লোকজন। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, “তারকেশ্বর যাওয়ার পথে একটি ছেলে ভোলে বাবা পার কারেগা বলতে বলতে বাবার কাছে যা ছিল যাওয়ার পথে নৃশংসভাবে তাকে মারধর করা হলো। এই অমানবিক কাজগুলি একমাত্র হিন্দু বিরোধী দের কাজ ভাইটি হাতজোড় করে বলছে আমাকে ছেড়ে দাও আমার একটা কথা বলার আছে সব মহাদেব ভক্তদের আমরা বেঁচে থাকতে এই দেশটিকে বাংলাদেশে পরিণত হতে দেবো না ভোলে বাবা পার কারেগা কথাটা তেতো হলেও বাস্তব। এদের একটাই টার্গেট হিন্দু দেখলেই মারুন এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন।”

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইেজ সার্চ করলে দেখা যায় যে, ১৯ মার্চ, ২০২৫ তারিখে একই ভিডিয়ো বাংলাদেশের সংবাদমাধ্যম Ekushey Television – ETV–র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিয়ো প্রতিবেদন আপলোড করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, বাংলাদেশের ঢাকার খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে মারধর করেছিল উত্তেজিত জনতা। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতেও হামলা করেছিল তারা। ঘটনায় আহত হয়েছিলেন ওসি আশিকুর রহমান।
আরও সার্চ করলে দেখা যায় যে, অন্যান্য বাংলাদেশি সংবাদমাধ্যম Jamuna TV ও The Daily Star-এর তরফেও একই খবর প্রকাশ করা হয়েছিল।
Conclusion
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, মারধরের ভাইরাল ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, বাংলাদেশে।
Sources
Video by Ekushey Television – ETV, Dated March 19, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z