Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বাংলাদেশ-ত্যাগের প্রায় ৯ মাস পর, তাঁর সঙ্গে দেখা করতে আমেরিকা থেকে দিল্লিতে পৌঁছলেন ছেলে সজীব ওয়াজেদ জয়।
ভাইরাল ভিডিয়োর রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৩ সালের, ২ নভেম্বর একই ভিডিয়ো, Boldsky নামের একটি বিনোদমমূলক সংবাদমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। ওই পোস্টের বর্ণনা থেকে জানা যায় যে, ওই বছর ‘বলিউড কিং’ শাহরুখ খানের জন্মদিন পালনের জন্য, তাঁর বাড়ি ‘মান্নাত’-এর সামনে বিশাল সংখ্যাক মানুষ জড়ো হয়েছিলেন। শাহরুখ গাড়ি নিয়ে বের হতেই, তাঁর কনভয়ের পিছনে ছুটতে শুরু করেছিল উত্তেজিত জনতা।
একই সময়ে, Free Press Journal ওয়েবসাইটে প্রকাশিত খবর থেকে জানা যায় যে, শাহরুখথের কনভয়ের পিছনে উত্তেজিত জনতা ছুটতে থাকলে, তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছিল পুলিশ। ওই খবরের সঙ্গেও ভাইরাল ভিডিয়োটির মতো, একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল।
সূত্রের খবর, হাসিনার দেশত্যাগের প্রায় ৯ মাস পর, তাঁর সঙ্গে দেখা করতে আসবেন ছেলে সজীব ওয়াজেদ জয়। সম্ভবত দিল্লিতে সেই সাক্ষাৎ হবে। তারপর কলকাতাতেও আসতে পারেন হাসিনা-পুত্র।
অতএব এখন এটা স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি সজীব ওয়াজেদ জয়ের দিল্লি ভ্রমণের নয়। ভিডিয়োটি শাহরুখ খানের কনভয়ের।
Sources
Video by Boldsky, dated November 2, 2023
Tanujit Das
July 3, 2025
Tanujit Das
June 30, 2025
Tanujit Das
June 10, 2025