Claim
রমজান মাসে ভারতের মুসলিমদের নমাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের উপর নির্যাতন চলছে।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২১ সালের ৭ ডিসেম্বর, Aljazeera-র ওয়েবসাইটে একই ফ্রেম-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যার শিরোনাম ছিল, “India: Hindu groups continue to disrupt Muslim prayers in Gurgaon”। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, প্রায় দু’মাস ধরে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা মুসলমানদের প্রকাশ্যে জুম্মার নামাজ পড়তে বাধা দিচ্ছিল। নামাজ পাঠের স্থানে ট্রাক রেখে এবং স্লোগান দিয়ে বাধা দিচ্ছিল।

BBC-র ওয়েবসাইটেও একই তথ্য-সহ খবরটি ওই সময় প্রকাশিত হয়েছিল।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং রমজান মাসের নয়।
Sources
Report by Aljazeera, Dated December 7, 2021
Report by BBC, Dated December 7, 2021
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z