২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ (রবিবার) দুবাইতে ভারত-পাকিস্তানের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচে বাউন্ডারির মেরে নিজের শতরান পূর্ণ করেছিলেন বিরাট কোহলি এবং পরাজিত হয়েছিল পাকিস্তান।
বিরাটের মারা শেষ বাউন্ডারির নামে, ২০ সেকেন্ডের একটি ভিডিয়ো, বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাউন্ডারি বাঁচাতে গিয়ে পাক ফিল্ডারের প্যান্ট খুলে যাচ্ছে। ভিডিয়োটি পোস্ট করে ফেসবুকে অনেকেই লিখেছেন, “ভারতের বিরাট কোহলির ক্রিকেট মাঠে একটা শট আটকাতে পাকিস্তানের ফিল্ডারের প্যান্ট খুলে যায়, তারা নাকি মাঝে মাঝে যুদ্ধ যুদ্ধ খেলার হুমকি দেয়,ভাবা যায়।”

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়ো লক্ষ্য করলে দেখা যায় যে, নীচের ক্লিপে যে ফিল্ডারের প্যান্ট খুলে যেতে দেখা যাচ্ছে, তাঁর জার্সির রঙ, উপরের ক্লিপে থাকা পাক খেলোয়াড়দের জার্সির রঙের তুনায় অনেকটাই গাঢ়। ফলে এখান থেকেই বোঝা যায় যে, ভাইরাল ভিডিয়োর ক্লিপ দুটো আলাদা।

২৩ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ICC-র অফিসিয়াল ফেসবুক পেজে কোহলির ম্যাচজয়ী শটের একটি ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। যেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে, পাক ফিল্ডাররা বাউন্ডারি আটকানোর তেমন কোনও প্রচেষ্টা করেননি। OTT প্ল্যাটফর্ম JioHotstar-এ আপলোড হওয়া একই ভিডিয়ো এখানে দেখা যাবে।
এরপর নীচের ক্লিপটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করা হয় এবং ১৮ নভেম্বর, ২০২৪ তারিখে cricket.com.au-এর X অ্যাকাউন্টে আপলোড হওয়া একটি দীর্ঘ ভিডিয়ো খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয় যে, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচের সময় ঘটনাটি ঘটেছিল।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে, ১৯ নভেম্বর, ২০২৪ তারিখের টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন দেখা যায়। যেখানে বলা হয়েছে যে, ঘটনাটি ১৮ নভেম্বর, ২০২৪ তারিখে হোবার্টে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টির সময় ঘটেছিল। একই রকম প্রতিবেদন এখানে এবং এখানে দেখা যাবে।
Conclusion
২৩ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান ম্যাচে, বিরাট কোহলির শেষ বাউন্ডারি আটকাতে গিয়ে পাকিস্তানি ফিল্ডারের প্যান্ট খুলে যাওয়ার দাবিতে ছড়ালো পুরনো ভিডিয়ো।
Sources
Video by ICC, Dated February 23, 2025
Video by cricket.com.au
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z