Claim
ভারতে এভাবেই প্রতিদিন মসজিদ ভাঙা হচ্ছে।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, চলতি মাসের ৭ তারিখ, Heru Bakmal নামের একটি ইউটিউব চ্যানেলে একই ধরনের, কিন্তু দীর্ঘ একটি ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ইন্দোনেশিয়ার ভাষায় যার ক্যাপসনে লেখা ছিল “AHIR CERITA WISATA Hibisc Fantasy Puncak”। অর্থাৎ “হিবিস্ক ফ্যান্টাসি পার্কের ভ্রমণের শেষ অধ্যায়”।
এরপর গুগলে “Hibisc Fantasy Puncak” লিখে সার্চ করলে, জানা যায় যে, এই বিনোদন পার্কটি ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিত। এমনকী সেখানে ভাইরাল ক্লিপের মতো একই ধরনের একটি স্থাপত্য দেখতেও পাওয়া যায়।

হিবিস্ক বিনোদন পার্ক ভেঙে দেওয়া সংক্রান্ত বিষয়ে গুগলে সার্চ করলে, ৭ মার্চ, voi.id/en ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্টও দেখতে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি হিবিস্ক বিনোদন পার্ক ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন, যা পরিবেশবিধি লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল। ওই ভাঙার ভিডিয়ো ‘কং দেদি মুলিয়াদি চ্যানেল’ আপলোড করা হয়েছিল।

আমাদের তদন্তে এটা স্পষ্ট হয়ে যায় যে, ইন্দোনেশিয়ার বিনোদন পার্ক ভাঙার ভিডিয়োকে ভারতে মসজিদ ভাঙার ভিডিয়ো বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
Sources
YouTube Video by Heru Bakmal
YouTube Video by ‘Kang Dedi Mulyadi Channel’
YouTube Video by Kompas.com
Media Report by voi.id/en
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z