Fact Check
Fact Check: “মুসলিম শ্বশুর বাড়িতে নিপীড়িত হিন্দু মেয়ে”- ভাইরাল এই দাবির পিছনের সত্যিটা জানুন
Claim
ফেসবুক থেকে পরিচয়। তারপর পরিবারের অমতেই এক মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন হিন্দু মেয়েটি। শ্বশুর বাড়িতে তাঁর উপর হওয়া অকথ্য অত্যাচারের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ২৬ জুন, ২০২৫ তারিখে, ভিডিয়োটি সম্পর্কিত একটি এক্স পোস্ট করেছিল উত্তরপ্রদেশের হাপুর পুলিশ। ওই পোস্টে তাঁদের তরফে স্পষ্ট জানান হয়েছিল যে, ভিডিয়োটি একটি দাম্পত্য ঝামেলার। সেটার সঙ্গে হিন্দু-মুসলিম, সাম্প্রদায়িক কোনও যোগ নেই। ভিডিয়োতে মারধরের সম্মুখীন হওয়া মহিলা এবং তাঁর স্বামী, সকলেই জন্মগত ভাবে ইসলাম সম্প্রদায়ভুক্ত।
পুলিশের ওই পোস্ট থেকে আরও জানা যায় যে, এক-দেড় মাস আগে সেই দাম্পত্য কলহের ঘটনাটি হাপুর থানায় এসেছিল। তখন অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল। তবে, বর্তমানে ওই দম্পত্যি একসঙ্গে থাকছেন।
এই বিষয়ে আরও জানতে Newschecker-এর তরফে হাপুর থানায় যোগাযোগ করা হয়েছিল। থানার হেড কনস্টেবল কুলবন্ত-ও জানান যে, ঘটনাটি পুরনো এবং স্বামী-স্ত্রী, দুজনেই একই ইসলাম সম্প্রদায়ভুক্ত।
তিনি আরও বলেন যে, মারধরের ভিডিয়োটি এখন ভাইরাল হওয়ায় যথোপযুক্ত কঠোর ব্।বস্থা গারহণ করা হয়েছে। যারা ভিডিয়োটি ভাইরাল করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভাইরাল ভিডিয়োর মহিলা।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, দাম্পত্য কলহের ভিডিয়োর সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই এবং স্বামী-স্ত্রী দুজনেই ইসলাম সম্প্রদায়ভুক্ত।
Sources
X post by HAPUR POLICE, dated June 26, 2025
Telephonic conversation with Kulbant, Head Constable, Hapur Police Station