রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

(এই প্রতিবেদনটি সবার আগে Newschecker English থেকে প্রকাশিত হয়েছিল)

সোমবার অরুণাচল প্রদেশের তাওয়াং-এ  ভারত- চীন সীমান্তে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাতের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়ালো কিছু ভিডিও ।

এই ভাইরাল ভিডিওগুলিকে ৯ই ডিসেম্বরে দুই সেনা বাহিনীর জওয়ানদের মধ্যে সামরিক সংঘাতের ভিডিও বলে দাবি করা হয়েছে।

ভাইরাল ভিডিওর মধ্যে কোথাও দেখা যাচ্ছে দুটি সেনাদলের মধ্যে হাতাহাতি চরম পর্যায়ে পৌঁছে গেছে আবার কোনো ভিডিওতে একপক্ষের সেনা অন্য পক্ষকে গালিগালাজ করতে করতে তাদের গাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে। 

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 1
Screenshot of tweet by @rmahajan25
ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 2
Screenshot of tweet by @82off53GOAT
ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 3
Screenshot of tweet by @kapilkumaron

পোস্টগুলোর এখানে, এখানে এখানে দেখা যাবে। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কি বলা হয়েছে? 

গত শুক্রবার অরুণাচলের তাওয়াং-এ হঠাৎ করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতের সীমান্তে প্রবেশ করে পিএলএ বাহিনী। তাদের আটকাতে ভারতীয় সেনারাও ঝাঁপিয়ে পরে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন ৯ই ডিসেম্বরের রাতে তাওয়াং-এ চীনের সেনাদের অনুপ্রবেশের পর ভারতের সেনারা বীর দর্পে তাদের মুখোমুখি হয়। দুপক্ষের সংঘর্ষে কিছু সেনা আহত হয়েছেন। যদিও চীনের সেনারা নিজের অবস্থান পরিবর্তন করে ফিরে গেছে। এখানে রাজনাথ সিংহের সম্পূর্ণ বিবরণ পাওয়া যাবে। 

ভিডিওটি ছাড়াও রাজনাথ সিংহের টুইট দেখা যেতে পারে –

Fact check / Verification 

প্রথম ভিডিও –

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 4
Screengrab from viral video | Courtesy: Twitter @rmahajan25

ভাইরাল ভিডিওর রিভার্স ইমেজ করার পর আমরা একটি ইউটুউবের ভিডিও পাই যেটি ২০শে জুন ২০২০ সালে Navneet Kumar Raj নামের চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। ভিডিওটিটাইটেলে লেখা হয়েছে Indian Troopers beating Chinese PLA Chicoms in a Fight on LAC | Part-1 . ভিডিওটির ২মিনিট ২০ সেকেন্ডের মাথায় দুইপক্ষের সেনাদের হাতাহাতির দৃশ্য দেখা যাবে। 

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 5
Screengrab from YouTube video by Navneet Kumar Rai

ইউটুউবের এই ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে গত শুক্রবারে ভারত-চীনের মধ্যে সংঘর্ষের নাম যে ভিডিওটির ছড়িয়েছে তার সাথে ২০২০ সালের এই ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 6
(L-R) Screengrab from YouTube video by Navneet Kumar Rai and screengrab from viral video

এই সূত্র ধরে আমরা ভারতীয় সেনা, চীন, সেনা সংঘর্ষ এই ধরণের কিছু কীওয়ার্ড ব্যবহার করে গুগলে খোঁজা শুরু করি এবং সাথে করে ১লা জুন ২০২০ থেকে ৩০শে জুনের তারিখের মধ্যের ভিডিও খুঁজি। এই পর্যায়ে আমরা ২২শে জুন ২০২০ সালের NDTV একটি ভিডিও পাই যার টাইটেলটি ছিল ‘Video Shows High Altitude Clash Between Indian, China Soldiers In Sikkim’ 

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 7
Screengrab from YouTube video by NDTV

NDTVর ভিডিও বাদে IndiaToday  ২২শে ২০২০ এর একটি ভিডিও পাই। এই ভিডিওটির সাথে আমরা ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাই। 

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 8
Screengrab from YouTube video by India Today

অর্থাৎ এই ভিডিওটি ২০২০ সালের, যা এখনকার  ভিডিওর নামে ছড়িয়েছে।

দ্বিতীয় ভিডিও –

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 9
Screengrab from viral video | Courtesy: Twitter @Transctimes

দ্বিতীয় যে ভিডিওটি আমরা পাই সেটির  কীফ্রেম বের করে Yandex এ খোঁজার পর একটি টুইট পাই ১৭ই জুন ২০২০ সালের @inosmi এর টুইটার হ্যান্ডেল থেকে করা হয়েছিল। ভিডিওটিতে রুশ ভাষায় লেখা ‘Daily Mail (UK): Fight to the death between Chinese and Indian soldiers’ এখানে একটি লিংক আমরা পাই, সেটিকে পর্যবোকেহন করার পর আমরা INDfo নামের ইউটুউব চ্যানেল থেকে আপলোড হওয়া একটি ভিডিও পাই ৩১শে মে ২০২০ সালের। 

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 10

ভিডিওটির  কী ফ্রেম গুলোকে যাচাই করার সময় আমরা দেখি যে ভাইরাল ভিডিওর সাথে দুই বছরের পুরোনো ভিডিওর বেশ মিল আছে। 

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 11
(L-R) Screengrab from YouTube video by INDfo and screengrab from viral video

১৭ই জুন ২০২০ সালে সাংবাদিক শিব আরুর ও একই ভিডিও টুইট করে লিখেছিলেন “Clearer and clearer that the June 15 bloodbath in Galwan was not spontaneous, but was 100% Chinese premeditated. Spontaneous clashes between India-China troops have never resulted in death or even serious injury, for instance this most recent one from late May in Pangong”

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও image 12
Screengrab from tweet by Shiv Aroor

Lallantop ও ২৪শে জুন ২০২০ সালে এই একই ভিডিওকে নিয়ে তারা খবর প্রকাশ করছিলো। 

Conclusion

ভারত- চীন সীমান্ত সংঘাতের মধ্যে ভাইরাল হওয়া ভিডিও  দুটি ৯ই ডিসেম্বর অরুণাচলের তাওয়াং-এ সংঘর্ষের ভিডিও নয়। ভিডিওগুলো দুই বছর আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে রয়েছে। 

Result: Partly False

Our Sourced

YouTube Video By Navneet Kumar Rai, Dated June 20, 2020
YouTube Video By NDTV, Dated June 22, 2020
YouTube Video By INDfo, Dated May 31, 2020
Tweet By Shiv Aroor, Dated June 17, 2020


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular