Authors
Claim: সিসিটিভি স্থাপন করার প্রতিবাদে যাদবপুরের বামপন্থী ছাত্র-ছাত্রীরা ‘চুম্বন-উৎসবের’ আয়োজন করেছে
Fact: এই দাবিটি ভুল এবং যে ভিডিও পোস্ট করা হয়েছে তা অপ্রাসঙ্গিক
সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপে( 9999499044) একটি ভিডিও এসেছে যেখানে দাবি করা হচ্ছে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিডিও, যেখানে চলছে চুম্বন উৎসব। ভিডিওতে দেখা যাচ্ছে দুটি মেয়ে একে অপরকে চুম্বন করছে এবং তাতে বাকি সকলে তাদের হাততালি দিয়ে উৎসাহিত করছে।
কীওয়ার্ড দিয়ে খোঁজার পর জানতে পারি অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ফেসবুকে এই ভিডিও পোস্ট করা হয়েছে।
ফেসবুকে এই ভিডিওটিকে পোস্ট করে বলা হয়েছে চুম্বনের মাধ্যমে যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি স্থাপনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ শুরু করেছে বামপন্থি ছাত্র-ছাত্রীরা।
Fact check/ Verification
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি স্থাপন নিয়ে পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ফেসবুকে পোস্ট করা হলো।
যাদের দেখা যাচ্ছে একে অপরকে চুম্বন করতে তারা কলকাতায় প্রকাশ্যে চুমু খাওয়ার পক্ষে এই কাজ করছে। গুগলে খোঁজার পর আমরা এবিপি আনন্দ, আনন্দবাজার পত্রিকা ও এই সময়ের ৬ই নভেম্বর ২০১৪ সালের রিপোর্ট পাই।
এবিপি আনন্দের ভিডিও ফুটেজ ও সিসিটিভি স্থাপন করার দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, দুটির মধ্যে আমরা সাদৃশ্য খুঁজে পাই।
আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুসারে কোচিতে নীতি পুলিশের বিরুদ্ধে এক তরুণ-তরুণীর প্রকাশ্যে চুমু খাওয়া ও ষ্টার থিয়েটারে ছোট পোশাকের একটি মেয়েকে ঢুকতে না দেওয়ার বিপক্ষে একটি রাজনৈতিক দলের জোরজুলুমের প্রতিবাদে এই অভিনব প্রতিবাদে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রী-ছাত্রীরা। তারা প্রকাশ্যে উপচার্যীকে উপেক্ষা করে রাস্তাতেই চুম্বনে লিপ্ত হয়।
এই সময়ের ৬ই নভেম্বর ২০১৪ সালের রিপোর্টে বলা হয়েছে ‘মরাল পোলিসিং’ এর বিরুদ্ধে নিজেদের ভালোবাসাকে ব্যক্ত করার স্বাধীনতা প্রতি মানুষের আছে এবং সেটা বোঝাতেই কোচির পশে দাঁড়িয়েছিল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিজের শরীর, মনের স্বাধীন ভাব প্রকাশের অধিকারকে ‘গৌরিক সন্ত্রাসের’ চোখ রাঙানিতে না আটকে রেখে খোলাখুলি রাস্তায় নেমে ‘হোক কলরবের’ মত ‘ ‘হোক চুম্বনের’ মতো স্লোগান দিতে থাকে পড়ুয়ারা।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি স্থাপন নিয়ে পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ফেসবুকে পোস্ট করা হলো। ২০১৪ সালের ভিডিওকে বিভ্রান্তিকর দাবি সমেত ফেসবুকে পোস্ট করা হয়েছে।
Result: Missing Context
Sources
ABP Ananda YouTube video, 6Nov 2014
Report published by Anandabazar Patrika, 6Nov 2014
Report published by Ei Samay, 6 Nov 2014
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।