চলতি রমজান মাসে সোশ্যল মিডিয়ায় ছড়িয়েছে বহু ভুয়ো সাম্প্রদায়িক পোস্ট। যা শিকার হয়েছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মালদহের মোথাবাড়ির গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। অন্তর্তদন্ত করে, ভাইরাল সেই সমস্ত দাবির সত্যতা প্রকাশ করেছে Newschecker। যা একত্রে দেখতে পাবেন এখানে।

নিজের মেয়েকে মুসলিম ব্যক্তির বিয়ের দাবিতে ভাইরাল ভিডিয়োটি আসল সত্যিটা কী? জানুন
ভাইরাল ভিডিয়োটি কোনও সত্য ঘটনা নয়। বরং একটি নাটকের অংশ মাত্র।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

পুলিশি অত্যাচারে বিজেপির মধ্যপ্রদেশে ‘আত্মঘাতী’ কৃষক দম্পতি? না, নেটমাধ্যমে ছড়ালো অর্ধ-সত্য দাবি
ভাইরাল দাবিতে পুরোপুরি সত্য ঘটনা তুলে ধরা হয়নি। ২০২০ সালে মধ্যপ্রদেশের গুনায়, পুলিশ দখল করে রাখা সরকারি জমি খালি করতে গেলে, কীটনাশক খায় একটি কৃষক পরিবার। ঘটনায় কারও মৃত্যু হয়নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

রমজান মাসে মুসলিমদের নমাজ পাঠে বাধা? ভাইরাল ভিডিয়োটির সত্যতা জানুন
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং রমজান মাসের নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

সরস্বতী পুজো-দোলে ‘না’, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুধুই পালিত হয় ইফতার? নেটমাধ্যমে প্রবল ভাইরাল এই দাবির সত্যতা জানুন
সোশ্যাল মিডিয়ায় যে দাবিটি ছড়িয়েছে সেটা ভুয়ো। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির পাশাপাশি, সরস্বতী পুজো, দোল উৎসবও হয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

মালদহের মোথাবাড়িতে ‘গোষ্ঠী সংঘর্ষ’, ইন্টারনেটে ভাইরাল বাংলাদেশে ঝামেলার পুরনো ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োটি মালদহের মোথাবাড়ির নয়। সেটি ২০২৩ সালে, বাংলাদেশের সিলেটে হওয়া একটি ঝামেলার ভিডিয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z