Claim
ফেসবুকে পাকিস্তানের বন্যার নাম একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ জলের তোরে কয়েকটি গাড়ি ভেসে রাস্তাকে ঢেকে দিলো। পরমুহূর্তেই দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলোও ভাসতে শুরু করেছে। এই জলের তোর ধীরে ধীরে বাড়তে বাড়তে তীব্র আকার ধারণ করে। নিমেষের মধ্যেই পুরো এলাকাটি জলের তলায় চলে যায়। ভিডিওটিকে শেয়ার করে সাথে ক্যাপশনে লেখা হয়েছে ‘পাকিস্তান বন্যার অবস্থা খুব ভয়াবহ লক্ষ লক্ষ বাড়ি ঘর ধংস। অনেক লোক মারা গেছে’.
এই ভয়ানক বন্যার ভিডিওটিকে পাকিস্তানের বলে দাবি করা হয়েছে।

Fact
পাকিস্তানে বন্যার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে,আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে তা জাপানের, পাকিস্তানের নয়। ভাইরাল ভিডিওটির থেকে ফ্রেম বের করে নিয়ে রিভার্স ইমেজ করার পর আমরা hilight.kapook নামের একটি থাইল্যান্ডের ওয়েবসাইট পাই। এখানে আমরা পাকিস্তানের বন্যার নামে ছড়িয়েছে সেই ভিডিওটিকে জাপানের বলা হয়েছে। এই ভিডিওটি এর আগেও ভাইরাল হয়েছিল চীনের বাঁধ ভাঙার নামে।
আসল ভিডিওটি ২০১১সালের ১৮ই ডিসেম্বরে ইউটুউবে আপলোড করা হয়েছিল Takuro Suzuki নামের চ্যানেল থেকে
অন্যদিকে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুটার্স ইসলামাবাদে পৌঁছেছেন পাকিস্তানের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। অবস্থা পর্যবেক্ষণ করার পর তিনি সারা বিশ্বের কাছে পাকিস্তানের জন্য বৃহৎ আকারের ত্রাণের আবেদন করেছেন। এখনো পর্যন্ত পাকিস্তানে এই বন্যার কারণে প্রায় ১৪০০ লোকের প্রাণ চলে গিয়েছে এবং কয়েক লক্ষাধিক লোক ঘর ছাড়া হয়েছে।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।