Claim
ব্রাজিলের বর্ষীয়ান ফুটবলার পেলে মারা গিয়েছেন এমনই দাবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ফেসবুকে কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে পেলে আর নেই, RIP লিজেন্ড।

Fact
ব্রাজিলের বর্ষীয়ান ফুটবলার পেলের মৃত্যু হয়নি, ফেসবুক জুড়ে ছড়িয়েছে মিথ্যা খবর। গত সপ্তাহে ব্রাজিলের তিনটি বিশ্বকাপ জয়ী পেলে ফুসফুসে সংক্রমণ ও শরীর ফুলে যাওয়া নিয়ে সাও -পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে জানানো হয়েছে কোলন ক্যান্সারের কারণ ওনার কেমোথেরাপি চলছিল, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগের থেকে ওনার শরীর সুস্থ থাকলেও কেমোতে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।
এই রিপোর্টটিকে নিজের ইনস্টাগ্রাম থেকে ৪ঠা ডিসেম্বর পোস্ট করে পেলে নিজের ভক্তদের উদ্দেশ্যে বলেছেন- তিনি তার সকল বন্ধু ও ভক্তদের শান্ত ও ইতিবাচক থাকতে বলেছেন। তিনি আরো জানিয়েছেন হাসপাতালের ডাক্তার ও নার্সরা ওনার যত্ন নিয়েছেন। সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ তার দ্রুত সুস্থতার কামনা করে বার্তা পাঠিয়েছে তা আরো শক্তি জুগিয়েছে পেলেকে বলে তিনি লিখেছেন ইনস্টাগ্রামে।

আনন্দবাজারের রিপোর্ট ও পেলের ইনস্টাগ্রাম পোস্ট ছাড়াও আমরা টুইটার থেকেও পেলেকে নিয়ে পোস্ট পাই। ব্রাজিলের জাতীয় ফুটবলের টুইটার পেজ থেকে ব্রাজিলে ও দক্ষিণ কোরিয়ার খেলার পর একটি টুইট করা হয়েছে। ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া হেরে যায় ব্রাজিলের কাছে। এই দিন কাতারের মাঠে ব্রাজিলের ক্যাপ্টিন থিয়াগো সিলবা ও নেইমার সহ আরো খেলোয়াড় কিংবদন্তি পেলের দ্রুত আরোগ্য কামনার বিশাল একটি ব্যানার প্রদর্শন করে। যা দেখে সমগ্র বিশ্বের ফুটবল প্রেমীরা আবেগে ভেসে গিয়েছে।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ব্রাজিলের বর্ষীয়ান ফুটবলার পেলের মৃত্যু নিয়ে যে খবরটি ছড়িয়েছে তা মিথ্যা। তিনি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে স্থিতিশীল।
Update: গতকাল মারা গিয়েছেন ফুটবলের সম্রাট ও ব্রাজিলের তারকা ফুটবলার পেলে। বহুদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। বিশ্বকাপ চলাকালীন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, যদিও চিকিৎসা পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
Result: False
Our Sources
Pele’s Instagram post
Anandabazar Patrika report of 4th Dec 2022
CBF tweet
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।