Fact Check
নতুন রাষ্ট্রপতি লুলা দ্যা সিলভার জন্য লাল বাজিতে আলোকিত হলো ব্রাজিল? না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো অপ্রাসঙ্গিক ভিডিও
সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের পর বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি জয় লাভ করেছে এবং সেই আবহে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে নতুন রাষ্ট্রপতি লুলা দ্যা সিলভার জন্য লাল বাজিতে আলোকিত হলো ব্রাজিল। ভাইরাল ভিডিতে দেখা যাচ্ছে লাল রঙের আতশবাজিতে ঢেকে গিয়েছে আকাশ। স্বশব্দে ফেটে চলেছে বাজি আর তার থেকে ছড়িয়েছে পড়ছে লাল আলো।


ব্রাজিলের পূর্বের রাষ্ট্রপতি জাইর বলসোনারকে হারিয়ে ওয়ার্কার্স পার্টির প্রধান লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা জয়ী হয়েছেন। জানা গিয়েছে এর আগেও লুলা দ্যা সিলভা ব্রাজিলের অন্যতম জন প্রিয় রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হওয়ার পর তাকে পদ থেকে সরানো হয়। সেই সিলভাই আবার পুনরায় রাষ্ট্রপতির পদে ফিরে এসেছেন। অন্যদিকে রক্ষণশীল দলের জাইর বলসোনারকে ‘ট্রপিক্যাল ট্র্যাম্প’ নামেও তিনি পরিচিত।
Fact check / Verification
নতুন রাষ্ট্রপতি লুলা দ্যা সিলভার জন্য লাল বাজিতে আলোকিত হলো ব্রাজিল এই দাবিতে ভিডিও ভিডিওটি ছড়িয়েছে সেই ভিডিওটি পুরোনো। ভাইরাল ভিডিওটির কিফ্রেম বের করে গুগলে খোঁজার পর আমরা Yahoo, Newsflare এর লিঙ্ক পাই।

Yahooর ২০২০ সালের ৪ঠা নভেম্বরের রিপোর্টে আমরা এই ভিডিওটি পাই। এখানে বলা হয়েছে ক্রোয়েশিয়ার ফুটবল দল Hadjuk Split এর ৭০তম জন্মদিন উদযাপন করা হয়েছিল। Torcida সমর্থকরা এই দিন আতশবাজি জ্বালিয়ে তাদের প্রিয় ফুটবল দলের জন্মদিন পালন করেছিল।

মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা টুইটারে SportsCenter ও ফেসবুক থেকে Torcida Split এর ফেসবুক থেকে ভিডিও পাই।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে নতুন রাষ্ট্রপতি লুলা দ্যা সিলভার জন্য লাল বাজিতে আলোকিত হলো ব্রাজিল এই দাবিতে ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ক্রোয়েশিয়ার ফুটবল দল Hadjuk Split ৭০ বছরের জন্মদিন পালনের ভিডিও। এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আবহে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।