Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
তৃণমূলের রামপুরহাটের সভাপতি অনুব্রত মন্ডলকে গরুপাচার কাণ্ডে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা (CBI). এর এই গরুপাচার কান্ডে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে।
বিজেপির প্রাক্তন লোকসভা সাংসদ অনুপম হাজরা ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এই ছবিটিকে পোস্ট করে লিখেছেন ‘গরু পাচার মামলায়, তৃণমূলের একমাত্র আশা-ভরসা-হতাশা…তৃণমূলের হয়ে কেস লড়তে থাকা তৃণমূলের প্রধান “আইনGB”র এক দুষ্প্রাপ্য বিরল ছবি !!!’
ছবিতে মুখ্যমন্ত্রীকে আইনজীবীদের পোশাকে দেখা যাচ্ছে এবং সাথে রয়েছেন সোনালী গুহ, যিনি একসময় মুখ্যমন্ত্রীর ছায়া সঙ্গী ছিলেন।
এখানে জানিয়ে রাখি কয়েকদিন আগে নতুন মহাকরণের ব্লক বি দুই নম্বর থেকে দশ নম্বর তলা কলকাতা হাই কোর্টের হাতে তুলে দিয়েছে রাজ্যসরকার। এই অনুষ্ঠানে সামিল হয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনিও আইনজবী, ওনার কাছেও আছে বার কাউন্সিলের সিনিয়র মেম্বার, আইনজীবীর কার্ড আছে ওনার কাছে। যেকোনো দিন তিনি কোর্টে যেতে পারেন প্র্যাক্টিস করার জন্য।
গরুপাচার কাণ্ডের আবহে মমতা ব্যানার্জীর যে ছবিটি বিজেপির অনুপম হাজরা পোস্ট করেছেন সেই ছবিটি ২০০৩ সালে তোলা হয়েছিল। ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা Getty Images এর একটি লিংক পাই।
২০০৩ সালের ১০ই মে কলকাতার একটি কোর্টে আইনজীবীর বেশে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। Getty Images এর তথ্য অনুসারে ছবিটি তুলেছেন দেশকল্যান চৌধুরী। জানা গিয়েছে কলকাতার পুর কমিশনার দেবাশীষ সোমকে নিগ্রহ করার জন্য তৎকালীন তৃণমূল কংগ্রেস ও বিজেপি নিয়ন্ত্রিত কেএমসির মেয়র-ইন-কাউন্সিলের সাতজনকে কলকাতার একটি আদালত একটি PR বন্ডে জামিন দেয়। ওই বছরের ৯ই মে দেবাশীষ সোমকে নিগ্রহ করা হয়েছিল।
এই দিন তৃণমূলের প্রধান মমতা ব্যানার্জী আইনজীবীদের পোশাকে আদালতে আসেন বলে বলা হয়েছে Getty Images এর তথ্যে।
অর্থাৎ দেখা যাচ্ছে গরুপাচার কাণ্ডের আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আইনজীবীদের মতো কালো পোশাক পরিহিত যে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০০৩ সালের তোলা যখন তিনি কলকাতা পৌরনিগমের একটি কোর্টে কেসের কারণে শহরের একটি আদালতে উপস্থিত হয়েছিলেন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
March 1, 2025
Tanujit Das
February 28, 2025
Tanujit Das
February 26, 2025