শুক্রবার, ডিসেম্বর 20, 2024
শুক্রবার, ডিসেম্বর 20, 2024

HomeFact CheckFact Check: প্য়ালেস্তাইন নিয়ে সরব, বাংলাদেশে হিন্দুদের অত্য়াচার নিয়ে নিরব প্রিয়াঙ্কা গান্ধী?...

Fact Check: প্য়ালেস্তাইন নিয়ে সরব, বাংলাদেশে হিন্দুদের অত্য়াচার নিয়ে নিরব প্রিয়াঙ্কা গান্ধী? আসল সত্য়িটা জানুন

Claim

বাংলাদেশে হিন্দুদের উপর অত্য়াচার নিয়ে নিরব, কিন্তু প্য়ালেস্তাইনের সমর্থনে সংসদে ব্য়াগ নিয়ে এসেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়া।

Fact

সার্চ করলে দেখা যায়, ১৬ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনে প্য়ালেস্টাইনের সমর্থনে একটি ব্য়াগ নিয়ে সত্য়ি হাজির হয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী

কিন্তু ঠিক তার পরের দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর, বাংলাদেশে সংখ্য়ালঘু অর্থাৎ হিন্দু-খ্রিস্টানদের উপর হওয়া অত্য়াচার নিয়েও সংসদে সরব হয়েছিলেন সোনিয়া-কন্য়া। হিন্দিতে ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে আমার রয়েছি’ প্রিন্ট করা ব্য়াগ নিয়ে সংসদে গিয়েছিলেন তিনি। 

বাংলাদেশে সংখ্য়ালঘুদের সমর্থনে হওয়া সংসদের বিক্ষোভেও সামিল হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়া।

অতএব, ভাইরাল দাবিটি ঠিক নয়। প্য়ালেস্তাইনের পাশাপাশি, বাংলাদেশে সংখ্য়ালঘুদের উপর হওয়া অত্য়াচার নিয়েও সরব হয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়া।

Result: Partly False

Sources
Report By India Today, Dated December 16, 2024
X Post by Priyanka Gandhi Vadra 

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular