সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির চাণক্য অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিছু পোস্ট। কোথাও দাবি করা হয়েছে শাহের জন্য শান্তিনিকেতনের ঘন্টাতলার ১০০ বছরের পুরোনো বট হয় কেটে ফেলা হয়েছে তো আবার ওনার শান্তিনিকেতন সফরকে নিয়ে দাবি করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আসনে ওনার পর অমিত শাহ বসেছেন। মোদীকে নিয়েও ভাইরাল হয়েছে কিছু দাবি যেমন ওনার ভাই ও খুড়তুতো ভাইয়েরা নাকি হটাৎ করে রিলায়েন্স মল, পেট্রল পাম্পের মালিক হয়ে উঠেছেন। ভাইরাল এই দাবিগুলোর পেছনে আসল সত্যি কি জানুন আমাদের এই রিপোর্টে।

মেদিনীপুরে অমিত শাহ ও শুভেন্দুর জনসভার আবহে ভাইরাল ২০১৮ সালের ছবি
মেদিনীপুরে বিজেপির জনসভার আবহে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো ২০১৮ সালের ত্রিপুরার জনসভার ছবি।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

বাংলায় রোহিঙ্গাদের দ্বারা আক্রান্ত হলেন দিলীপ ঘোষ?
২০১৭ সালে দার্জিলিঙে বিনয় তামাঙ্গের বাহিনীর সাথে দিলীপ ঘোষের কার্যত হাতাহাতির ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ফের ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। দাবি হয়েছে ভিডিওতে যারা দিলীপ ঘোষের উপর চড়াও হয়েছে তারা রোহিঙ্গা।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

নরেন্দ্র মোদীর দরিদ্র পরিবার এখন বিত্তশালী হয়ে উঠেছে?
প্রধানমন্ত্রীর ভাইদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো ভুল তথ্য। কঠিন জীবনসংগ্রামে লিপ্ত নরেন্দ্র মোদীর ভাইদের সঠিক তথ্য আমাদের এই প্রতিবেদনে পান।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

অমিত শাহ আসবেন তাই ভাঙা হলো শান্তিনিকেতনের ঘন্টাতলা ?
কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ঘন্টাতলার ক্ষয়ক্ষতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তিকর দাবি।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য নয়, অগাস্ট মাসে বৃষ্টি ও ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছে ঘন্টাতলার বটগাছ ও ঘন্টাতলার কাঠামোটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

রবি ঠাকুরের পর ওনার বসার জায়গায় অমিত শাহ বসেছেন?
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শান্তিনিকেতনের যে স্থানে বসে খেয়াল খাতায় নিজের বার্তা লিখেছেন শান্তিনিকেতন সম্পর্কে সেখানে এর আগে প্রধানমন্ত্রী মোদী ও শেখ হাসিনাও এসে বসেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।