সোশ্যাল মিডিয়াতে চন্দ্রযান ৩এর চাঁদে অবতরণের পর থেকে সোশ্যাল মিডিয়াতে বেশকিছু দাবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছোঁয়ার পর অশোকস্তম্ভ ছাপা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুকে ঘিরে যাকে সন্দেহ করা হচ্ছে তার ছবি ভাইরাল হয়েছে। আজকের Weekly Wrap এ জানুন এই ধরণের দাবির সত্যতা।

চন্দ্রযান-৩ এর আবহে ফেসবুকে ছড়ালো সম্পাদিত ভিডিও
আমাদের অনুসদ্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল পৃথিবী থেকে ক্যামেরায় ধরা পড়েছে চন্দ্রযান-৩ এর চাঁদে পদার্পন এই দাবিতে ছড়ানো ভিডিওটি অপ্রাসঙ্গিক এবং এটি বানানো হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

যাদবপুর কাণ্ডে অভিযুক্ত র্যাগিংকারির নামে ছড়ালো সাংবাদিকের ছবি
স্বপ্নদীপের মৃত্যুর জন্য দায়ী করে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আরেক প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীর নামে ছড়িয়েছে সাংবাদিক তমাল সাহার ছবি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

কবিগুরু রবীন্দ্রনাথের ভূমিকায় অমিতাভ বচ্চনের ভাইরাল ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরী
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি কবিগুরু রবীন্দ্রনাথের বায়োপিকের একটি পোস্টার ভাইরাল হয়েছে যেখানে অমিতাভ বচ্চনকে রবীন্দ্রনাথের ভূমিকায় দেখা গিয়েছে। কিন্তু এই পোস্টারটি জাল এবং অমিতাভের ছবিটিও AI তে তৈরী করা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

চন্দ্রপৃষ্ঠে জাতীয় প্রতীক এবং ইসরোর ছবি আসল নয়, ফটোশপে তৈরি করা ছবি ভাইরাল
ভাইরাল হওয়া ছবিটি চন্দ্রপৃষ্ঠের নয়, এটি ফটোশপের মাধ্যমে এক জন মহাকাশপ্রেমীর তৈরি করা ছবি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।