বাছাই করা সেরা পাঁচটি ফ্যাক্ট-চেক আর্টিকেলে জানতে পারবেন পাঞ্জাবের কৃষকদের আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়াতে ফের কি ভাইরাল হলো, হায়দ্রাবাদ থেকে দিল্লী পর্যন্ত চলা হজরত নিজামুদ্দিন ট্রেনের নাম করে কি দাবি উঠলো, কানাডার প্রধানমন্ত্রী কেন ভারতীয় সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে উঠলেন।

শুভেন্দু চক্রবর্তী যোগদান করলেন বিজেপিতে ?
শুভেন্দু অধিকারীর ছবিকে সম্পাদনা করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানের ছবিতে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হলো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

কৃষক আন্দোলনে ধরা পড়লো নাজির মোহাম্মদ?
২০১১ সালের একটি আন্দোলনের ভিডিওটিতে পাঞ্জাব পুলিশের দ্বারা অন্য এক শিখ ব্যক্তির পাগড়ি খুলে নেওয়ার ভিডিওকে এখনের ঘটনা বলে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

জাস্টিন ট্রুডো নতুন কৃষি বিলের বিরোধিতা করেছেন?
ভারতের কৃষি বিল ও ভারতীয় কৃষদের আশঙ্কাজনক অবস্থা জানিয়ে একটি ভিডিও রেকর্ড করেছন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ছবিটি ভাইরাল হয়েছে জাস্টিন ট্রুডোর সেই ছবিটি ২০১৫ সালের দীপাবলির।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

হজরত নিজামুদ্দিন ট্রেনের নাম পরিবর্তন করে রাণাপ্রতান এক্সপ্রেস রাখা হলো ?
ফেসবুকে ভাইরাল হয়েছে ট্রেনের নাম পরিবর্তন করা নিয়ে জাল তথ্য। দিল্লী থেকে হায়দ্রাবাদ যাওয়ার ট্রেন হজরত নিজামুদ্দিন এক্সপ্রেসের নাম বদলে মহারাণাপ্রতাপ রাখা হয়নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

দিল্লী বর্ডারের আন্দোলকারী কৃষকরা জিও সিম কার্ড জ্বালালেন?
কর্পোটের সংস্থার কৃষিতে পদার্পনের প্রতিবাদের ২রা অক্টোবর পাঞ্জাবে চলে Jio সিম কার্ড জ্বালিয়ে সিম সত্যাগ্রহ। সেই ছবিই দিল্লী বর্ডারের কাছে চলা কৃষক আন্দোলের আবহে ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।