বৃহস্পতিবার, মার্চ 28, 2024
বৃহস্পতিবার, মার্চ 28, 2024

HomeFact CheckReligionতরুণীর মুখ চোখ সেলাই করা ছবিটি জাপানের, ভারতের নয়

তরুণীর মুখ চোখ সেলাই করা ছবিটি জাপানের, ভারতের নয়

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি ফেসবুকে এক তরুণীর মুখ চোখ সেলাই করা ছবি ভাইরাল হয়েছে। এই ছবিটিকে পোস্ট করে লেখা হয়েছে ‘কেউ এড়িয়ে যাবেন না বোনটির জন্য সবাই দোয়া করবেন, ইসলামের কথা বলার জন্য তার মুখে সেলাই করে দিয়েছে ,ভারত।।‘ অর্থাৎ ভারতে থেকে এই তরুণী ইসলামকে সমর্থন করার জন্য তার মুখ ও চোখ সেলাই করে দেওয়া হয়েছে।

তরুণীর মুখ চোখ সেলাই করা image 1
Courtesy: Facebook / Jago Muslim
তরুণীর মুখ চোখ সেলাই করা image 2
Courtesy: Facebook / MD Tofazzal Hossain Chowdhury

Fact check / Verification

ফেসবুকে ভাইরাল এক তরুণীর মুখ চোখ সেলাই করা ছবিটি ভারতের কিনা জানায় জন্য আমরা ছবির রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে আমরা motleynews.net নামের একটি ওয়েবসাইট পাই। জাপানে তরুণ তরুণীদের শরীরে নানা রকম উল্কি করা, কপালে স্যালাইন দিয়ে বিচিত্র ভাবে কপালের চামড়া ফোলানো এমনকি ঠোঁটে। চোখে সেলাই করার মতো বীভৎস কার্যকলাপ বেশ আকর্ষণীয়। এই ওয়েবসাইটে আমরা এই ছবিটি পাই।

তরুণীর মুখ চোখ সেলাই করা image 3
Courtesy: Motleynews.net

তরুণীর মুখ চোখ সেলাই করা ছবিটি জাপানের ,ভারতের সাথে সম্পর্কিত নয়

তরুণীর মুখ চোখ সেলাই করা ছবিটি আমরা শুধু motleynews.net নয়, এই ওয়েবসাইটে দেওয়া একটি অন্য লিংক পাই যেখানে এই ধরণের অদ্ভুত ও বীভৎস ছবির প্রদর্শনীর কিছু ছবি পাই। জার্মানির ফ্রাঙ্কফুট শহরে ২০১২ সালে Ryoichi Keroppy Maeda নামের এক ব্যক্তির কিছু ছবির প্রদর্শনী হয় যেখানে ভাইরাল ছবির তরুণীটির ছবিও আমরা দেখতে পাই।

Ryoichi Keroppy Maeda ফেসবুকে প্রোফাইলে আমরা এই ধরেনর আরো কিছু বীভৎস ছবি পাই যেখানে কথাও গায়ের চামড়ার সাথে কাটা ফুটিয়ে দড়ি দিয়ে পুরো শরীরটিকে ঝুলিয়ে রাখা রয়েছে।

তরুণীর মুখ চোখ সেলাই করা image 4
Courtesy: Facebook / Ryoichi Keroppy Maeda

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে এক তরুণীর মুখ চোখ সেলাই করা একটি ছবি ভাইরাল হয়েছে যাকে ঘিরে দাবি করা হয়েছে যে এই মেয়েটি ভারতে থেকে ইসলামকে অনুসরণ করতো, ইসলামের কথা বলতো তাই তার এই অবস্থা করা হয়েছে, কিন্তু আসলে এটি জাপানের ছবি।

Result : False

Our sources

motleynews.net – https://motleynews.net/2012/09/26/bagelheads-japans-hot-trend-of-injecting-saline-in-forehead-for-that-bagel-look/

Ryoichi Keroppy Maeda Facebook posts


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular